রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ধামাকা করল LIC, এই পলিসি একবার নিলেই প্রতিবছর পাওয়া যাবে টাকা!

মাঝখানে আর মাত্র কয়েকটা ঘণ্টা। এরপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার (Ayodhya Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা হবে। ২২ জানুয়ারি সেই বিশেষ মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে অগুনতি দেশবাসী। এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে দুর্দান্ত সিদ্ধান্ত নিল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার তথা আগামীকাল একটি নতুন পলিসি লঞ্চ করার কথা কথা ঘোষণা করেছে LIC (New LIC Policy)।

আগামীকাল বেলা ১২:০৫ মিনিটে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। এই বিশেষ দিন উপলক্ষ্যে LIC-এর তরফ থেকে LIC জীবন ধারা টু পলিসির (LIC Jeevan Dhara II Policy) লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পে গ্যারান্টিযুক্ত বাৎসরিক আয়ের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। ফলে মনে করা হচ্ছে, এই প্রকল্পে (LIC New Policy) বিনিয়োগ করায় মধ্যবিত্তরা ভালো আগ্রহ দেখাবেন।

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা : LIC Nivesh Plus Scheme

LIC Jeevan Dhara II Policy

আগামীকাল চালু হতে চলা LIC-এর এই পলিসি (LIC Jeevan Dhara II Policy) একটি নন লিঙ্কড ও নন পার্টিসিপেটিং অ্যানুইটি পলিসি। এতে বাৎসরিক আয়ের মোট ১১টি অপশন থাকবে বলে জানা গিয়েছে। বিনিয়োগকারীর বয়স যদি বেশি হয় তাহলে এই পলিসিতে উচ্চ হারে বাৎসরিক সুদ এবং জীবন কভার পাওয়ার সুবিধা মিলবে। তবে সেক্ষেত্রে অবশ্য লগ্নিকারীকে কিছু শর্ত মানতে হবে।

আরও পড়ুনঃ টাকা থাকলেও কেনা যাবে না সোনা! স্বর্ণ কেনা-বেচা করার সময় এই দুই জিনিস ভুলে গেলেই মহা বিপদ

পলিসির সুবিধা (LIC Jeevan Dhara II Policy Benefits)

রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে লঞ্চ হতে চলা LIC-এর এই পলিসির কী কী সুবিধা আছে চলুন দেখে নেওয়া যাক।

  1. অনলাইন এবং অফলাইন দু’ভাবেই এই পলিসি কেনা যাবে। আগামীকাল তথা ২২ জানুয়ারি থেকে এই পলিসি কিনতে পারবেন গ্রাহকরা। কতদিন অবধি LIC জীবন ধারা টু পলিসি মার্কেটে থাকবে সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
  2. এই পলিসি কেনার জন্য বিনিয়োগকারীর নূন্যতম বয়স ২০ বছর হতে হবে। সর্বাধিক বয়স বার্ষিক অপশন অনুযায়ী নির্ধারিত হবে। ৬৫ বছর থেকে ৮০ বছরের ঊর্ধ্বে লগ্নিকারীরাও LIC-এর এই পলিসি কেনার সুযোগ পাবেন।
  3. LIC জীবন ধারা টু পলিসিতে অ্যানুয়িটি গ্যারান্টির সুবিধা পাবেন বিনিয়োগকারীরা তথা বছরে সুদ হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে। এছাড়া এই পলিসি শেয়ার বাজারের সঙ্গে সম্পর্কিত নয়। ফলে যে সকল বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না তাঁরাও এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন।
  4. LIC-এর এই প্ল্যান শুরু করার পর সেটি স্থগিত করার সুবিধা পাবেন গ্রাহকরা।
  5. পলিসি চলতে চলতে বেশি প্রিমিয়াম দিয়ে অ্যানুয়িটি বৃদ্ধির অপশন পাবেন লগ্নিকারীরা। পাশাপাশি জীবন ধারা টু পলিসি থেকে ঋণের সুবিধাও মিলবে।

আরও পড়ুনঃ এই ৫ টাকার নোট বেচে লাখপতি হতে পারেন আপনিও! কিভাবে? দেখে নিন বিক্রির পদ্ধতি

LIC-এর তরফ থেকে জানানো হয়েছে, জীবন ধারা টু পলিসিতে নিয়মিত প্রিমিয়ামের ক্ষেত্রে ডিফারমেন্ট পিরিয়ড ৫-১৫ বছর অবধি। অপরদিকে একক প্রিমিয়ামের জন্য ১-১৫ বছর অবধি ডিফারমেন্ট পিরিয়ড রাখা হয়েছে।

Leave a Comment