বাড়িতে বানিয়ে বেচুন গোটা দেশে! স্বল্প পুঁজির এই ব্যবসা একবার শুরু করলেই লাখ টাকা কামাবেন মাসে

বর্তমানে প্রায় সব ব্যবসাতেই (Business) প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এদিকে প্রতিযোগিতা যত বেশি হবে ততই আয় কমার সম্ভাবনা বাড়ে। তবে এখনও এমন বেশ কিছু ব্যবসা আছে যেখানে কম্পিটিশন অনেকটাই কম। সেই কারণে একবার মার্কেট ধরে ফেলতে পারলে মোটা টাকা আয় (Earn) হবে আপনার। আজকের প্রতিবেদনে এমনই একটি ব্যবসার খোঁজ (Business Idea) নিয়ে এসেছি আমরা যেখান থেকে মাস গেলে লাখ টাকা অবধি আয় করতে পারবেন আপনি!

হেভি ডিম্যান্ড হলেও এই ব্যবসায় নেই প্রতিযোগিতা! (Low Competition Business Idea)

আজ আমরা যে ব্যবসার খোঁজ নিয়ে এসেছি তা হল মিনি ইট কিংবা DIY কিট (DIY Kit) বানানোর ব্যবসা। সহজ ভাবে বলতে, এটি শিশুদের এক ধরণের খেলনা (Toy)। যেটি দিয়ে তারা নানান রকম জিনিস বানাতে পারবে। ফলে তাদের বুদ্ধির বিকাশ হবে। যে কারণে ১৫ বছরের কম বয়সী ছেলেমেয়েদের অনেকেই মিনি ইট কিংবা DIY কিট উপহার দেন।

Low investment Business Idea, Kids Toy Business

মার্কেটে অনেক দোকানেই মিনি ইট বিক্রি হয়। তবে এগুলি তৈরির কোনও বড় সংস্থা নেই। তাই আপনি চাইলে মিনি ইট বানানোর একটি বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে পারেন। তবে এর জন্য অনেক বিনিয়োগের দরকার। তাই আপনি যদি চান স্বল্প পুঁজিতেও এই ব্যবসা (Business) শুরু করতে পারেন। সেক্ষেত্রে মাত্র ১৫,০০০ টাকা বিনিয়োগ করেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।

স্বল্প পুঁজির ব্যবসা থেকে করুন লাখ টাকা আয়!

ভারতবর্ষে যদি ফ্লাই অ্যাশ ইট কিনতে চান তাহলে প্রায় ৭-১৫ টাকা মতো দাম পড়ে। অন্যদিকে মিনি ইটের মূল্য অন্তত ৩০ টাকা। এছাড়া এই ইট বানাতে খুব বেশি টাকা লাগে না। প্রত্যেকটি ইট পিছু ৩ টাকা মতো খরচ হয়। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন বেশ মোটা টাকা লাভ করতে পারবেন আপনি। পাশাপাশি এর চাহিদা বেশি হওয়ায় মাস গেলে ভালো টাকা আয়ের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ মাসে ৫০০০ টাকা দিয়েই ২৬ লাখের রিটার্ন! পোস্ট অফিসের এই মালামাল স্কিমে সম্পর্কে জানেন?

মিডিয়া রিপোর্ট অনুসারে, এদেশে ১৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৪০ কোটি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই শিশুদের জন্য প্রায় ১০,০০০ কোটি টাকার খেলাধুলা এবং প্রকল্পের জন্য সামগ্রী কেনা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র মিনি ইটের জন্যই খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। এর থেকেই বেশ বোঝা যায়, এদেশে মিনি ইটের ডিম্যান্ড ঠিক কতখানি। বর্তমানে এর চাহিদার দিকে নজর রেখে বহু শহরে DIY কিটের দোকান অথবা শোরুম খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে এই ব্যবসা শুরু করার এটি আদর্শ সময় হতে পারে।

আরও পড়ুনঃ মাসে নয় দিনে রোজগার কয়েক হাজার! বর্তমানের বাজারে সেরা ব্যবসা, দেখে নিন কিভাবে শুরু করবেন

কারা এই ব্যবসা করতে পারেন?

প্লাস্টার অফ প্যারিস ও রেড অক্সাইড মিশিয়ে তা মিনি ইটের ধাঁচে জমিয়ে ভীষণ সহজেই এগুলি তৈরি করা যায়। মহিলা থেকে শুরু করে রিটায়ার্ড মানুষজন, প্রত্যেকে এটি তৈরি করতে পারেন। মিনি ইট বানানো হয়ে গেলে নিকটবর্তী খেলনার দোকানে গিয়ে আপনি তা বিক্রি করে দিতে পারেন। ইচ্ছা হলে বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমেও আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

Leave a Comment