মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস! রাজ্য সরকারের ঘোষণায় মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

সারা দেশে কমবেশি প্রত্যেকেই এখন এলপিজি গ্যাসে (LPG Gas) রান্না করেন। আগে অবশ্য চিত্রটা অন্যরকম ছিল। ঘরে ঘরে এত গ্যাস ছিল না। তবে উজ্জ্বলা যোজনা আসার পর থেকে বদলেছে সবটা। এই যোজনার আওতায় এসেছেন অগুনতি মানুষ। এবার তাঁদের জন্যই এল একটি বিরাট সুখবর। গ্যাসের দাম (Price) নিয়ে একটি বিরাট সিদ্ধান্ত নিল এই রাজ্যের সরকার।

২০১৬ সাল থেকে উজ্জ্বলা যোজনা শুরু হয়েছে। এরপর কোটি কোটি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন। তবে যেভাবে গ্যাসের দাম বাড়ছিল তাতে চিন্তায় পড়েছিলেন অনেকে। এবার তাই গ্যাসের মূল্য নিয়ে একটি বিরাট সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার (Rajasthan Government)। সাধারণ মানুষের সুরাহা করতে আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে গ্যাসের ভর্তুকি আরও বাড়িয়ে দেওয়া হবে।

এলপিজি গ্যাস সাবসিডি : LPG Gas Subsidy

আবারও কমছে রান্নার গ্যাসের দাম (LPG Price Reduced)

যে কারণে এই মুহূর্তে রান্নার গ্যাস প্রায় ৯০০ টাকার আশেপাশে মিলছে। কিন্তু ভর্তুকি বাড়িয়ে দেওয়ায় একই গ্যাস মিলবে প্রায় ৪৫০ টাকায়! সম্প্রতি একটি টুইটের মাধ্যমে জানা গিয়েছে, রাজস্থান রাজ্যের যে সকল নিবাসী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত তাঁরা এই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাবে UPI সার্ভিস! ৩১ ডিসেম্বরের আগে এই কাজ না করলেই সর্বনাশ

সম্প্রতি রাজস্থানে নতুন সরকার গঠিত হয়েছে। রাজ্যের ক্ষমতায় নতুন সরকার আসতে না আসতেই সাধারণ মানুষের উদ্দেশে এই বিরাট ঘোষণা করা হল। রাজস্থানের বিপিএল কার্ড গ্রাহকরা এই সুবিধা পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকারের এই সিদ্ধান্তে ভীষণ খুশি রাজস্থানবাসী।

কেন্দ্রীয় সরকারের গ্যাস ভর্তুকি (Central Govt LPG Subsidy)

প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে Subsidy তথা ভর্তুকি হিসেবে ৩০০ টাকা করেই পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ভর্তুকি হিসেবে এই টাকাই পাচ্ছেন। নিজের লিঙ্ক করা অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে তাঁদের।

আরও পড়ুনঃ আদৌ ব্যাঙ্কে ঢুকছে গ্যাসের ভর্তুকির টাকা? বাড়িতেই চেক করুন LPG সাবসিডি স্ট্যাটাস, দেখুন পদ্ধতি

এই মুহূর্তে গোটা দেশে প্রায় ১০ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন। এই যোজনা শুরু করার পর থেকে গোটা দেশে রান্নার গ্যাসের সংযোগের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার সেই ভর্তুকির পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা করে দিল রাজস্থান সরকার।

Leave a Comment