আরও বাড়ছে রান্নার গ্যাসের ভর্তুকি! কত টাকায় পাবেন সিলিন্ডার? জানলে মন খুশি হয়ে যাবে

রান্নার গ্যাসের বাড়তে থাকা দাম নিয়ে নাজেহাল হয়ে গিয়েছেন বহু দেশবাসী। তাই দেশের নাগরিকদের মুখ চেয়ে হয়তো ফের একবার গান্নার গ্যাসের ভর্তুকি (LPG Gas Subsidy) নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। শীঘ্রই চলতি বছরের বাজেট (Union Budget 2024) পেশ হতে চলেছে। আর তারপরেই বাজবে ভোটের দামামা। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে দেশবাসীর জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

কেউ কেউ মনে করছেন, আসন্ন বাজেটে রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ হয়তো বৃদ্ধি করতে পারে মোদী সরকার। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের (Pradhan Mantri Ujjwala Yojana) সাবসিডির পরিমাণ হয়তো বাড়িয়ে দেওয়া হতে পারে। যে কারণে এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা বেশ অনেকটাই ডিসকাউন্ট পাবেন বলে মনে করা হচ্ছে।

এলপিজি গ্যাস সাবসিডি : LPG Gas Subsidy

রান্নার গ্যাসের ভর্তুকি বাড়াতে চলেছে সরকার! (Government Announce Subsidy on LPG)

প্রথমে রান্নার গ্যাসের সাবসিডির (LPG Gas Subsidy) পরিমাণ ২০০ টাকা করেছিল সরকার। পরবর্তীকালে আরও ১০০ টাকা বাড়িয়ে তা ৩০০ টাকা করা হয়। এখন অনেকে অনুমান করছেন, আসন্ন বাজেটে সেই ভর্তুকি হয়তো আরও কিছুটা বাড়ানো হতে পারে। এই মুহূর্তে কয়েক কোটি দেশবাসী উজ্জ্বলা যোজনার অধীনে ৩০০ টাকা করে গ্যাসের সাবসিডি পাচ্ছেন। তবে এবার হয়তো সেই ভর্তুকির অঙ্ক আরও বাড়তে চলেছে।

আরও পড়ুনঃ ১৮ হওয়ার আগেই বাইক চালাচ্ছে ছেলে? এবার শাস্তি পাবে মা-বাবাও, জারি হল নতুন নিয়ম

কত টাকা বাড়ানো হবে? (New LPG Subsidy Amount)

অনুমান করা হচ্ছে, শীঘ্রই পেশ হতে চলা বাজেটে গ্যাসের ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করে দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়া হলে মূল্যবৃদ্ধির এই বাজারে কিছুটা সুরাহা হবে সাধারণ মানুষের। উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লিতে একটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য হল ৯০৩ টাকা। তবে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সেই গ্যাস ৬০৩ টাকায় পাচ্ছেন।

আরও পড়ুনঃ দেখলে হবে খরচা আছে! আবারও বাড়ছে TV চ্যানেলের দাম, নির্দেশিকা দেখেই মাথায় হাত আম জনতার

অর্থাৎ তাঁদের ৩০০ টাকা কম গুনতে হচ্ছে। এই মুহূর্তে প্রায় ১০ কোটি দেশবাসী উজ্জ্বলা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে আগামী বছর সেই সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। তবে এখনও সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে অনেকের অনুমান, ভোটের আবহে হয়তো রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে সরকার। এবার দেখা যাক, সত্যি সত্যি তা হয় কিনা।

Leave a Comment