সিলিন্ডার অতীত! এবার পাইপে করে সোজা বাড়ি আসবে গ্যাস, খরচ হবে কত?

LPG vs PNG অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে, এবার পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের কানেকশন (Gas Connection) দেওয়া হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সেই প্রকল্প দুর্গাপুরে প্রথম বাস্তবায়িত হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য হিসেবে দুর্গাপুরে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস আসতে চলেছে। SAIL সমবায় সোসাইটি কমপ্লেক্সে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ আসবে।

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া অবধি এই গ্যাস কানেকশনের পাইপলাইন (Gas Connection Pipeline) পাতা হয়েছে। গোপালপুর এবং কনিষ্ক এলাকায় কমপক্ষে দেড় হাজার বাড়িতে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসছে বলে খবর। সূত্রের তরফ থেকে জানা যাচ্ছে, এই নতুন ব্যবস্থায় প্রত্যেকটি বাড়িতে গ্যাসের মিটার থাকবে। এছাড়া ২ মাস অন্তর গ্যাসের রিলেরও বন্দোবস্ত থাকবে। এখন প্রশ্ন হল, এর জন্য কত টাকা জমা দিতে হবে গ্রাহকদের?

New Type of LPG Cylinder coming Soon

পাইপলাইনের মাধ্যমে গ্যাসের জন্য কত টাকা লাগবে? (PNG Gas Initial Cost)

পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশনের এই সার্ভিসের জন্য প্রথম গ্রাহকদের ৭১১৮ টাকা জমা করতে হবে। এর মধ্যে থেকে ৭০০০ টাকা ফেরত মিলবে। শোনা যাচ্ছে, বর্তমানে যে এলপিজি গ্যাস (LPG Gas) ব্যবহার করা হয়, তার থেকে প্রায় ১৫% সস্তা হতে পারে এই পিএনজি গ্যাস (PNG Gas)। ওয়েস্ট বেঙ্গল ইনডেক্সে পোস্ট অনুযায়ী অন্তত তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ প্রতি পাড়ায় ATM, বাড়ির পাশের দোকান থেকেই তোলা যাবে ব্যাঙ্কের টাকা! আপনি জানেন তো?

LPG GAS Pipeline System

শুধু তাই নয়, এই পিএনজি গ্যাস (PNG Gas) বাতাসের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। যে কারণে এটি ব্যবহার করাও অনেকখানি নিরাপদ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র দুর্গাপুরের জন্য ভারত সরকার কমপক্ষে ২০,০০০ পিএনজি সংযোগ দিতে চায়। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে এই কানেকশন সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে কেন্দ্র (Central Government)।

আরও পড়ুনঃ রেশনে চাল কেনার জন্য এবার টাকা দেবে সরকার! নয়া সিদ্ধান্তে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

এলপিজি গ্যাসের থেকে সস্তা পিএনজি গ্যাস! (PNG Cheaper then LPG?)

সূত্রের খবর, গ্যাস সরবরাহের জন্য পানাগড়ে সোর্স পয়েন্ট বানানো হয়েছে। সেই সোর্স পয়েন্ট থেকে বাড়ি বাড়ি গ্যাসের কানেকশন আসবে। জগদীশপুর থেকে হলদিয়া অবধি গ্যাসের পাইপলাইনের কাজ যখন শুরু হয়, সেই সময় ইন্ডিয়ান অয়েল ও আর একটি নামী সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। শোনা যাচ্ছে, এলপিজি গ্যাসের তুলনায় এই পিএনজি গ্যাস যেমন অনেকখানি সস্তা হবে, তেমনই বিপদের সম্ভাবনাও কম। তাই মনে করা হচ্ছে, এই কারণে আরও বেশি করে গ্রাহকরা এই গ্যাসের কানেকশন নেবেন।

Leave a Comment