BSF, CRPF হতে চান? আরও সহজ হল এন্ট্রান্স পরীক্ষা! কেন্দ্রের সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরা

এদেশে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার স্বপ্ন দেখে। প্রতি বছর হাজার হাজার যুবক ভারতীয় সেনায় যোগদান দেওয়ার পরীক্ষা দেয়। তবে শেষ অবধি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয় হাতেগোনা কয়েকজনের। আপনারও যদি ভারতীয় সেনায় যোগ (Job) দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর।

কমবেশি সকলেই জানেন, কেন্দ্রীয় বাহিনীতে (Central Force) নিয়োগের পরীক্ষা (Recruitment Exam) একেবারেই সহজ নয়। তবে এবার দেশবাসীর সুবিধার কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে। এই প্রথমবার বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF) এবং সিআইএসএফের (CISF) মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষায় এমন একটি জিনিস হতে চলেছে যা আগে কখনও হয়নি।

BSF CRPF Recruitment Exam

সহজ হয়ে গেল ভারতীয় সেনায় যোগদানের পরীক্ষা!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে এবার হিন্দি এবং ইংরেজির পাশাপাশি আরও ১৩টি আঞ্চলিক ভাষায় সিপিএফ-এ কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ মার্চ অবধি এই পরীক্ষা নেওয়া হচ্ছে। গোটা দেশের মোট ১২৮টি শহরে পরীক্ষা নেওয়া হবে। এই বছর প্রায় ৪৮ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ স্থায়ী করা হবে অস্থায়ী সরকারি কর্মচারীদের! ভোটের আগে দারুন সুখবর দিল রাজ্য সরকার

সিদ্ধান্ত নেওয়ার কারণ

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যাতে আরও বেশি স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন এবং যাতে আঞ্চলিক ভাষাগুলির প্রসার হয় সেই কারণে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই এই স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, হিন্দি-ইংরেজির পাশাপাশি বাংলা, অসমিয়া, উর্দু, গুজরাটি, মারাঠি, কন্নড়, মালায়ালম, ওড়িয়া, কোঙ্কনি, পাঞ্জাবি, মণিপুরী, তেলেগু এবং তামিল এই ভাষাগুলিতে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে।

আরও পড়ুনঃ চাকরি পাবে হাজার হাজার ছেলেমেয়ে! কবে পরীক্ষা, ভ্যাকেন্সি কত? জানিয়ে দিল ভারতীয় রেল

স্টাফ সিলেকশন কমিটি দ্বারা পরিচালিত ফ্ল্যাগশিপ রিক্রুটমেন্ট পরীক্ষাগুলির মধ্যে কনস্টেবল পরীক্ষায় গোটা দেশের লক্ষ লক্ষ যুবক বসেন। হিন্দি এবং ইংরেজির পাশাপাশি যাতে ১৩টি আঞ্চলিক ভাষায় সুশ্তুভাবে পরীক্ষা পরিচালনা করা যায় সেই জন্য এসএসসি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর করা হয়েছে।

সেই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুসারে এসএসসির তরফ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের যুবসম্প্রদায়ের সুবিধা হবে। মাতৃভাষা কিংবা আঞ্চলিক ভাষায় পরীক্ষা হওয়ার ফলে তাঁদের নির্বাচনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। এর ফলে সম্পূর্ণ দেশে যেমন পরীক্ষার পরিধি বৃদ্ধি পাবে, তেমনই সকলে সমান চাকরির সুযোগসুবিধাও পাবে।

Leave a Comment