হাতখরচের টাকায় পেয়ে যান ব্র্যান্ডেড স্মার্টফোন! হাতছাড়া করবেন না Amazon-র এই চোখধাঁধানো অফার

রোজনামচার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে স্মার্টফোন (Smartphone)। কমবেশি প্রত্যেকের পকেটেই একটা করে স্মার্টফোন এখন থাকে। বর্তমানে এক্সচেঞ্জ অফারে (Mobile Exchange Offer) অনেক জায়গায় ভীষণ কম দামে স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তবে এবার আপনি চাইলে হাতখরচের টাকায় কিনে নিতে পারে অসাধারণ সব ফিচার সহ একটি দারুণ স্মার্টফোন। দুর্দান্ত এই অফার নিয়ে এসেছে Amazon

স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার পাশাপাশি Amazon, Flipkart-র মতো ই-কমার্স সংস্থাগুলিতেও এখন দারুণ এক্সচেঞ্জ অফার (Mobile Exchange Offer) দেওয়া হচ্ছে। এবার যেমন হাতখরচের টাকায় ব্র্যান্ডেড স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে Amazon India। কত টাকায় পাবেন নতুন স্মার্টফোন? আপনাকে কী করতে হবে? এই বিষয়ে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

Smart Phone Prices in India Might decrease soon

জলের দরে স্মার্টফোন কেনার সুযোগ করে দিল অ্যামাজন!

খুব স্বল্প টাকায় VIVO Y36 স্মার্টফোনটি (Smartphone) কেনার সুযোগ করে দিয়েছে অ্যামাজন। 8GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন এই ফোনের দাম ২১,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের তরফ থেকে এই ফোনের ওপর ফ্ল্যাট ৭,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এর মূল্য এসে দাঁড়িয়েছে ১৪,৯৯৯ টাকায়।

আরও পড়ুনঃ এক টাকাও লাগবে না, ছেলেদের ফ্রীতে স্মার্টফোন দেবে সরকার! ঝটপট করুন আবেদন

এবার আপনি যদি এক্সচেঞ্জ অফার (Mobile Exchange Offer) উপলব্ধ করতে চান তাহলে সেই মূল্য আরও অনেকটা কমে যাবে। আপনি যদি নিজের পুরনো স্মার্টফোন দিয়ে VIVO Y36 ফোনটি অ্যামাজন থেকে কেনেন তাহলে ১৪,২০০ টাকা অবধি এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তাহলে একটু হিসেব করে দেখুন অত্যাধুনিক ফিচার সহ এই স্মার্টফোনটি কেনার জন্য আপনাকে কত টাকা দিতে হচ্ছে?

নামমাত্র খরচে পেয়ে যান নতুন মোবাইল!

এখানেই কিন্তু শেষ নয়। অ্যামাজন থেকে VIVO Y36 হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে আপনি চাইলে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়েও আরও ২০০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন! তবে এক্ষেত্রে বলে রাখি, এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন তা আগে থেকে বলা মুশকিল। কোন ব্র্যান্ডের ফোন, তাতে কী কী ফিচার আছে, মডেল কী, এক্সচেঞ্জের সময় ফোনের কন্ডিশন কেমন, এমন নানান জিনিস বিচার করে এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ ঠিক করা হয়।

আরও পড়ুনঃ হু হু করে দাম কমবে Apple থেকে Samsung, সমস্ত স্মার্ট ফোনের! বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

চোখধাঁধানো এই স্মার্টফোনের ফিচার

  1. VIVO Y36 মোবাইলে 6.64 Inch Full HD+ Resolution 2388×1080 Pixel. এই ফোনে Snapdragon 850 Processor ব্যবহার করা হয়েছে।
  2. এই হ্যান্ডসেটে 8GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাশাপাশি 8GB ভার্চুয়াল র‍্যামের সুবিধাও মিলবে।
  3. VIVO Y36 ফোনে পাওয়ার ব্যাক আপের জন্য রয়েছে 44W ফাস্ট চার্জার সাপোর্টেড 5000mAH ব্যাটারি।
  4. এই ফোনে দুর্দান্ত ছবিও তোলা যাবে। কারণ VIVO Y36 মোবাইলে 50MP বেসিক ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে।

সব মিলিয়ে আপনি যদি স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে অ্যামাজন থেকে এক্সচেঞ্জ অফারে VIVO Y36 স্মার্টফোনটি কিনতে পারেন। তবে কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনি নিজের ফোনে যা যা ফিচার চান তা এই ফোনে আছে কিনা। সবদিক বিচার বিবেচনা করে আপনার মনে হলে আপনি এই ফোনটি কিনতে পারেন।

Leave a Comment