ব্যবহার করা যাবে না ৫ বছর পুরনো ফোন! সরকারের নতুন নিয়ম শুনে মাথায় হাত আমজনতার

পুরনো গাড়ি স্ক্র্যাপিংয়ের (Car Scrapping) নিয়মের কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। ১৫-২০ বছর হয়ে গেলেই গাড়ি স্ক্র্যাপিংয়ের নিয়ম বাস্তবায়িত করেছে সরকার (Government of India)। তবে এবার ফোনের ক্ষেত্রেও এই নিয়ম (Mobile Scrapping) লাগু হবে বলে খবর! এবার থেকে ৫ বছরের পুরনো ফোন আর ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সামনে এসেছে এই খবর।

বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ছাড়া মানুষের জীবন একপ্রকার অচল হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষের স্মার্টফোন ছাড়া চলে না। বিনোদনের পাশাপাশ অফিসের বহু জরুরি কাজও এখন ফোনের মাধ্যমে হয়ে থাকে। তাই ফোন বদলের কথা শুনলেই আঁতকে ওঠেন বহু মানুষ। তবে এবার শোনা যাচ্ছে, ৫ বছর হয়ে গেলেই নাকি ফোন বাতিলের (Mobile Scrapping) নীতি চালু করতে চলেছে সরকার (Government of India)!

Mobile phone scrapping policy

৫ বছর পুরনো ফোন বাতিল!

সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) দাবি করা হয়েছে, সরকার নির্ধারিত এসএআর মানের (SAR Value) কারণে ৫ বছর পুরনো ফোন বাতিল (Mobile Scrapping) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদেশে এমন অনেক মানুষ আছেন যারা ৫ বছর পুরনো ফোন ব্যবহার করছেন। নতুন এই নিয়মের কথা শুনে তাই অনেকেই চিন্তায় পড়ে যান। সত্যিই কি এমনটা হতে চলেছে? এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সাধারণ মানুষের মনে।

আরও পড়ুনঃ একটি মোবাইল নাম্বারে কটা আধার কার্ড লিঙ্ক করা যায়? ফোন নং আপডেটের আগে অবশ্যই জেনে নিন

এক্ষেত্রে বলে রাখি, সমাজমাধ্যমে করা এই দাবি ভুয়ো। কারণ ইতিমধ্যেই সরকার এসএআর ভ্যালুর (SAR Value) নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে। প্রত্যেকটি স্মার্টফোন (Smartphone) নির্মাণকারী সংস্থা সেই স্ট্যান্ডার্ড মেনে চলেছে। এছাড়া এখন স্মার্টফোনের বক্সে এসএআর ভ্যালুর তথ্য রেকর্ড করা হয়। টেলিযোগাযোগ দফতরের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি এও বলে রাখি, টেলি যোগাযোগ দফতরের তরফ থেকে কিন্তু ৫ বছর পুরনো ফোন স্ক্র্যাপিংয়ের (Mobile Scrapping) কথা কিছু বলা হয়নি। তাই আপনি আপনার ফোন যতদিন খুশি ব্যবহার করতে পারেন।

এসএআর ভ্যালু কীভাবে চেক করবেন?

একটি মোবাইল ফোন থেকে কত পরিমাণ রেডিয়েশন নিঃসৃত হচ্ছে তা এই এসএআর ভ্যালুর (SAR Value) দ্বারা নির্ধারণ করা হয়। প্রত্যেকটি ডিভাইসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এসএআর ভ্যালু স্থির কর হয়েছে। সাধারণত কোনও ডিভাইসের এসএআর ভ্য্যালু 1.6 W/Kg এর থেকে বেশি হওয়া উচিত নয়। তবে এটি কিন্তু সরকার দ্বারা জারি করা কোনও নতুন নিয়ম নয়। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ভারত সরকার এই নিয়ম জারি করেছিল।

আরও পড়ুনঃ পুরো ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মোবাইল থেকে এই অ্যাপ এখুনি ওড়ানোর নির্দেশ দিল RBI

এখন প্রশ্ন হল, এসএআর ভ্যালু কীভাবে চেক করতে হয়? মোবাইল ফোনের বক্সে সংশ্লিষ্ট ফোনের এসএআর ভ্যালু উল্লেখ করা থাকে। তবে আপনি যদি আপনার মোবাইল ফোনের বক্স হারিয়ে ফেলে থাকেন তাহলে নিজের স্মার্টফোন থেকে *#07# – এই নম্বরটি টাইপ করুন। তাহলেই নিজের ফোনের এসএআর ভ্যালু দেখতে পাবেন।

Leave a Comment