৫ মিনিটে ১ লাখ দেবে SBI! গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ বাজার কাঁপানো অফার আনল স্টেট ব্যাঙ্ক

চাকরির পাশাপাশি একটু বেশি টাকা উপার্জন করতে কমবেশি সকলেই চায়। সেই জন্য এখন অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। আপনিও কি ব্যবসা করতে চান? তবে বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা নেই? আর চিন্তা করতে হবে না। কারণ এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) একটি দারুণ অফার নিয়ে এসেছি। যার মাধ্যমে সহজেই ব্যবসা শুরু করতে পারবেন আপনি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাত্র ৩ মিনিটের মধ্যে ১ লাখ টাকা অবধি লোন দেওয়া হচ্ছে। এর জন্য ব্যাঙ্কে না গিয়ে আপনি বাড়ি বসেই আবেদন করতে পারেন। আজকের এই প্রতিবেদনে এসবিআইয়ের ই-মুদ্রা লোন (SBI e-Mudra Loan) নিয়ে বিশদে আলোচনা করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রা লোন, State Bank of India Mudra Loan for Upto 1 Lakh Rupees within 5 Minutes

এসবিআই ই-মুদ্রা লোন (SBI e-Mudra Loan)

আপনি যদি এই ই-কারেন্সি লোনের জন্য আবেদন করতে চান তাহলে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। শুধু তাই নয়, সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা হতে হবে। পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত ৬ মাস পুরনো হতে হবে।

আরও পড়ুনঃ মিলবে ATM কার্ড থেকে আকর্ষণীয় সুদ! এবার বাড়ি বসে মাত্র ৫ মিনিটেই খুলুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই-মুদ্রা লোন (SBI e-Mudra Loan) পরিশোধ করার মেয়াদ হল ৫ বছর। অর্থাৎ ব্যবসা শুরু করতে নেওয়া এই ঋণ আপনাকে ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এই ঋণের সবচেয়ে বড় সবিধা হল, এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে ভর্তুকি প্রদান করা হয়। আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে ৫০,০০০ টাকা অবধি ই-মুদ্রা লোন পেয়ে যাবেন। বাড়ি বসেই এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আপনি।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for SBI e-Mudra Loan)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই-মুদ্রা লোনে আবেদনের জন্য কী কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. সেভিংস অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট নম্বর এবং শাখার ডকুমেন্ট তৈরি রাখুন।
  2. আবেদনকারীর ব্যবসার সার্টিফিকেট।
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর আপডেট থাকতে হবে।
  4. জিএসটিএন নম্বর ও ইন্ডাস্ট্রি আধার নম্বর।
  5. দোকান কিংবা ইউনিটের শংসাপত্র।
  6. কাস্ট সার্টিফিকেট।

আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই নামমাত্র সুদে পাবেন ব্যাঙ্ক লোন! দেখে নিন বাড়ি বসেই আবেদনের পদ্ধতি

সব মিলিয়ে, ব্যবসা শুরুর জন্য আপনি যদি ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই-মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে নিকটবর্তী এসবিআই ব্যাঙ্কের শাখায় গিয়ে কথা বলতে পারেন।

অফিসিয়াল লিঙ্ক : মুদ্রা লোনের অফিসিয়াল লিঙ্ক 

Leave a Comment