আর নয় ৭-৮%! নতুন বছরে ফিক্সড ডিপোজিটেই ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

এখনকার দিনে বিনিয়োগের নানান বিকল্প থাকলেও অধিকাংশ মানুষ নিজের টাকা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) রাখতেই পছন্দ করেন। বছরের শুরুতেই বেশ কিছু ব্যাঙ্ক এফডির সুদের হারে বদল এনেছে। এর মধ্যে অনেকে সুদের হারও (Interest Rate) বৃদ্ধি করেছে। তাই আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে এটা আপনার জন্য দারুণ সুযোগ। এই মুহূর্তে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক এফডি-তে আকর্ষণীয় সুদ দিচ্ছে।

এখন ফিক্সড ডিপোজিটে ৮.৪০% অবধি সুদ (Fixed Deposit Interest) পাওয়া যাক। কোন ব্যাঙ্কে এফডি-তে সুদের হার কত চলুন দেখে নেওয়া যাক। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (Punjab National Bank) একাধিকবার সুদের হার বদল করেছে। সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে এফডির সুদ ৮০ বেসিস পয়েন্ট তথা ০.৮০% বৃদ্ধি করা হয়েছে। এই সুদের হার ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটে (FD Interest Rates) বাড়ানো হয়েছে। আগে এই স্কিমে সুদ ছিল ৬.২৫%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭.০৫%।

Highest Fixed Deposit Rates in Bank

ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদের হার! (High Interest in Fixed Deposit)

এছাড়া সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.৫৫% এবং ৭.৮৫%। বাকি মেয়াদের কথা বলা হলে, ৩.৫০% থেকে শুরু করে ৭.২৫% অবধি সুদ দিচ্ছে ব্যাঙ্ক। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সুদের হার (Interest Rate) ৪% থেকে ৭.৭৫%। অন্যদিকে অতি প্রবীণ নাগরিক তথা সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৪.৩০% থেকে ৮.০৫%।

আরও পড়ুনঃ বাড়ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে সুদের হার পরিবর্তন করেছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)। ৪৪০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর ব্যাঙ্ক ৮.১০% সুদ দিচ্ছে বলে খবর। তবে এই স্কিমে বিনিয়োগের সময়সীমা হল আগামী ৩১-০৩-২০২৪। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১০০১ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রায় ৯.৫০% সুদ প্রদান করছে। গত ২ ফেব্রুয়ারি এই ব্যাঙ্কের তরফ থেকে এফডিতে সুদের হার বদল করা হয়েছে।

আরও পড়ুনঃ এবছর দিলে সামনের বছর ডাবল! রেলের এই শেয়ার টাকা লাগালেই হু হু করে বাড়বে সম্পত্তি

এফডি-তে বিনিয়োগ করে হয়ে যান মালামাল!

৬ মাসের বেশি ও ২০১ দিন এবং ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কের তরফ থেকে ৯.২৫% সুদ দেওয়া হচ্ছে। ৫০১ দিন মেয়াদের এফডির কথা বলা হলে, সুদের হার হল ৯.২৫%। অপরদিকে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Unity Small Finance Bank) যদি ৭০১ দিন মেয়াদাদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা হয় তাহলে প্রায় ৯.৪৫% সুদ পাওয়া যাবে।

Leave a Comment