ফোনের থেকেও সস্তা কম্পিউটার! দুর্দান্ত ফিচার্স সহ 4G ল্যাপটপ লঞ্চ করল রিলায়েন্স Jio

গত বছর রিল্যায়েন্স জিও-র তরফ থেকে বাজারে লঞ্চ করা হয়েছিল 4G ল্যাপটপ। মুকেশ অম্বানির সংস্থার তৈরি এই ল্যাপটপের নাম দেওয়া হল জিও বুক (Jio Book Laptop)। সেই সঙ্গেই বলা হয়েছিল, তাঁদের সংস্থার তরফ থেকে বাজারে আনা এই ল্যাপটপটি এদেশের প্রথম লার্নিং ল্যাপটপ। বর্তমানে ভারতবর্ষের অগুনতি ছাত্রছাত্রী অনলাইনে পড়াশোনা করেন। তাঁরা চাইলে জিও বুকের (Jio Book) মাধ্যমে নিজেদের পড়াশোনা সংক্রান্ত নানান কাজ করতে পারবেন। পড়াশোনার জন্য জিও বুক বিশেষ উপযোগী বলে জানানো হয়েছিল সংস্থার তরফ থেকে।

রিল্যায়েন্স জিও-র (Reliance Jio) তরফ থেকে লঞ্চ করা এই ল্যাপটপের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা থেকে শুরু করে ইমেল পাঠানো সবকছু করা যাবে। এর পাশাপাশি কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, ব্যবহারকারীরা যদি চান তাহলে জিও বুকের (4G Jio Book Laptop) মাধ্যমে কোডিংও শিখতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল, এই ল্যাপটপের সঙ্গে ওয়াই-ফাই কানেক্ট করতে হবে না! কারণ এই ল্যাপটপেই জিও 4G কানেকশন রয়েছে।

Reliance Jio Book

জলের দরে 4G ল্যাপটপ নিয়ে এল জিও!

জিও বুকে (Jio Book Laptop) রয়েছে ১১ ইঞ্জি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। সেই সঙ্গেই রয়েছে MediaTek Octa Core প্রসেসর। সংস্থার নিজস্ব এই অত্যাধুনিক অপারেটিং সিস্টেমের দ্বারাই ল্যাপটপ পরিচালনা করে থাকে জিও। কোম্পানির দাবি অনুযায়ী, জিও বুকে যদি একবার চার্জ দেওয়া হয় তাহলে প্রায় ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ঘরে বসে রোজ আয় করুন ২০০০ টাকা, দারুণ সুযোগ নিয়ে এল Google Pay! দেখুন পদ্ধতি

জিও বুক (Jio Book) লার্নিং ল্যাপটপ হিসেবে উপযোগী হলেও, এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও নানান কাজ করতে পারবেন। এতে রয়েছে জিও টিভি, জিও গেমসের মতো একাধিক সুবিধা। এই মুহূর্তে আবার জিও বুক কেনার দু’টি অফার চলছে। একটি অফার হল, প্রথম এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুইক হিল অ্যান্টি ভাইরাস সাবস্ক্রিপশন পাওয়া যাবে এবং দ্বিতীয়টি হল Digiboxx-এর তরফ থেকে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ মিলবে।

আরও পড়ুনঃ ১০০০-২০০০ নয়, এবার প্রতিমাসে ৫০০০ টাকা দেবে সরকার! ধামাকা প্রকল্প আনল কেন্দ্র সরকার

কত টাকা দাম?

মুকেশ অম্বানির (Mukesh Ambani) সংস্থার এই জিও বুকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এখন প্রশ্ন হল, একাধিক সুবিধা সম্পন্ন এই ল্যাপটপের মূল্য কত? তাহলে বলে রাখি, এখন এই জিও বুকের দাম হল ১৪,৭০১ টাকা। Amazon সহ বিভিন্ন অনলাইন সাইট থেকে ইচ্ছুক ক্রেতারা এই ল্যাপটপ কিনতে পারবেন।

Leave a Comment