SIP এর থেকেও বেশি সুদ! এই স্কিমে ইনভেস্ট করলেই হু হু করে বাড়বে টাকা

বর্তমান সময়ে বহু মানুষ মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে থাকেন। যার মধ্যে অধিকাংশ বিনিয়োগকারী SIP তথা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (Systematic Investment Plan) নিবেশ করে থাকেন। কারণ এই প্ল্যান তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হয়। তবে আজকের প্রতিবেদনে আমরা মিউচুয়াল ফান্ডের আরও একটি প্ল্যানের সম্বন্ধে আলোচনা করবো। যেখানে নিজের অর্থ বিনিয়োগ করলে SIP-এর থেকে বেশি অর্থ রিটার্ন পেতে পারেন আপনি। ভাবছেন সেটা আবার কি? উত্তর জল সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান (Systematic Transfer Plan)

Systematic Transfer Plan

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের মধ্যে SIP বেশ জনপ্রিয়। তবে STP (Systematic Transfer Plan) সম্বন্ধে খুব কম মানুষই জানেন। শুনলে হয়তো অবাক লাগবে, এই প্ল্যানে কিন্তু বেশি রিটার্ন পাওয়া যায়। কেউ কেউ আবার SIP এবং STP-কে একই মনে করেন। তবে এই ধারণা কিন্তু ভুল। বরং এই দু’টি স্কিম একেবারেই আলাদা।

Systemetic Investment Plan or SIP for Growing Money

STP (Systematic Transfer Plan) হল মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) এমন একটি প্ল্যান যার দ্বারা পূর্ব নির্ধারিত ব্যবধানে একটি পূর্ব নির্ধারিত টাকা এক স্কিম থেকে আরেকটি স্কিমে ট্রান্সফার করা যায়। SIP-এর ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে মিউচুয়াল ফান্ডে টাকা স্থানান্তরিত করা হয়ে থাকে। প্রত্যেক মাসে দু’টি ফান্ডের মধ্যে যে কোনও একটি থেকে ইকুইটি ভিত্তিক ফান্ডে অর্থ ট্রান্সফার করায় STP অনেকখানি মুশকিল আসান করে। বহু বিশেষজ্ঞের মতে, ইকুইটি ফান্ডে মোটা টাকা বিনিয়োগ করার সবচেয়ে ভালো প্ল্যান হল STP। তাহলে কি এই প্ল্যানে বিনিয়োগ করে SIP-এর থেকে বেশি লাভ পাওয়া যায়? তা বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আরও পড়ুনঃ Paytm থেকেই আয় হবে মোটা টাকা! কিভাবে? দেখে নিন রোজগারের পদ্ধতি

সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে বিনিয়োগের সুবিধা (Benefits of Systematic Transfer Plan)

STP-তে অর্থ বিনিয়োগের বেশ কিছু সুবিধা আছে। এই প্ল্যানে লিকুইড ফান্ডে টাকা রাখায় ভালো রকমের রিটার্ন পাওয়া যায়। ধরা যাক, কোনও এক ব্যক্তি এক বছর আগে অ্যাভারেজ Flexi Cap Fund-এ পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এবার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা রেখে যদি SIP-তে বিনিয়োগ করা হয় তাহলে এক বছর পর সুদ মিলিয়ে তিনি মোট ৫ লাখ ৮০ হাজার টাকা রিটার্ন পাবেন। অপরদিকে সমপরিমাণ অর্থ যদি লিকুইড ফান্ডে রেখে STP-তে বিনিয়োগ করা হয়, তাহলে তিনি এক বছর পর সুদ সহ ৫ লাখ ৮৯ হাজার টাকা ফেরত পাবেন। অর্থাৎ এক বছরের জন্য সমপরিমাণ অর্থ বিনিয়োগ করলে SIP-এর থেকে বেশি রিটার্ন STP-তে পাওয়া যায়।

আরও পড়ুনঃ ৫০০ টাকা লাগিয়েই মালামাল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে বিনিয়োগের অসুবিধা (Problems of STP)

STP-তে অর্থ বিনিয়োগের যেমন সুবিধা আছে, তেমনই কিছু কিছু অসুবিধাও রয়েছে। একই ফান্ড হাউজ থেকে যদি দু’টি ফান্ডে বিনিয়োগ করা হয় তাহলে STP-এর অনুমোদন পাওয়া যায়। কোনও ব্যক্তির কাছে যদি মোটা টাকা থাকে, তাহলে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে SIP-এর বদলে STP-তে টাকা বিনিয়োগ করা বেশি সুবিধা।

Leave a Comment