সরকারি ক্যুইজ জিতলেই পাবেন ৫ লাখ! সময় নষ্ট না করে এভাবে খেলুন Quiz

ভারতীয় ইতিহাসের নানান ঘটনা, মুক্তি সংগ্রাম ও সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে গোটা ভারত জুড়ে একটি ক্যুইজ প্রতিযোগিতার (My Gov Online Quiz) আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে আয়োজিত এই ক্যুইজের মুখ্য উদ্দেশ্যই হল দেশের যুব সম্প্রদায়ের মধ্যে মতাদর্শের সাম্য এবং নৈতিকতা বোধ গড়ে তোলা। শুধু তাই নয়, এই ক্যুইজে (Quiz) অংশগ্রহণ করে জিতলে সুযোগ থাকবে আকর্ষণীয় পুরস্কার জেতার।

গোটা দেশের যে কোনও রাজ্যের তরুণ-তরুণীরা এই ক্যুইজে (My Gov Online Quiz) অংশগ্রহণ করতে পারবেন। ইংরেজির পাশাপাশি একাধিক আঞ্চলিক ভাষাতেও এই প্রতিযোগিতায় অংশ করা যাবে। এখন প্রশ্ন হল, কীভাবে অংশগ্রহণ করতে হবে এই প্রতিযোগিতায়। সেই বিষয়ে বিশদে জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Government Quiz Online to Earn Money

আরও পড়ুনঃ গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

কেন্দ্রীয় সরকারের স্বভিমানি ক্যুইজ (Governmanet Quiz Online- Swabhimani Bharat)

কেন্দ্রের তরফ থেকে আয়োজিত এই ক্যুইজে (My Gov Online Quiz) অংশগ্রহণ করার জন্য লাগবে শুধু একটি স্মার্টফোন। এই প্রতিযোগিতা মূলত তিনটি মডিউলের ভিত্তিতে আয়োজন করা হবে। এর মধ্যে প্রথম দু’টি মডিউলে অংশগ্রহণ করার মেয়াদ পেরিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তৃতীয় মডিউলে অংশগ্রহণ করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

ক্যুইজে অংশগ্রহণের নিয়মাবলী (My Gov Online Quiz- Swabhimani Bharat Rules)

উপরিউক্ত ক্যুইজে অংশগ্রহণ করার জন্য বেশ কিছু শর্ত এবং নিয়মাবলী আছে। সেই বিষয়ে নিম্নে তুলে ধরা হল।

  1. অংশগ্রহণকারী প্রার্থীকে ২০০ সেকেন্ডের মধ্যে ১০টি প্রশ্নের জবাব দিতে হবে।
  2. কোনও প্রশ্নের উত্তর না জানলে তা এড়িয়ে যেতে পারেন। বাকি প্রশ্ন সমাধান করে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন।
  3. ভুল উত্তর দিলে কোনও নেগেটিভ মার্কিং হবে না।
  4. ইংরেজি, বাংলা, তামিল, মারাঠি, গুজরাটি, অসমিয়া সহ মোট ১২টি ভাষায় এই ক্যুইজে অংশগ্রহণ করা হবে।
  5. একজন প্রার্থী একাধিকবার ক্যুইজে অংশগ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রথম প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে।
  6. এই ক্যুইজে অংশগ্রহণ করার জন্য আপনার নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নম্বর সহ বেশ কিছু তথ্য দিতে হবে।
  7. একবার যোগদানের পর অংশগ্রহণকারী বেরোতে পারবেন না। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসে এভাবে ২ মিনিটে হবে রেশন কার্ড সংশোধন! দেখুন পদ্ধতি

ক্যুইজের পুরস্কার (Sardar Unity Trinity Quiz- Swabhimani Bharat Prize)

স্বভিমানি ক্যুইজে অংশগ্রহণ করলে কী পুরস্কার পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

  1. প্রথম স্থানাধিকারী ব্যক্তি ৫ লাখ টাকা পুরস্কার পাবেন।
  2. দ্বিতীয় স্থানাধিকারী পাবেন ৩ লাখ টাকা।
  3. তৃতীয় স্থানাধিকারী পাবেন ২ লাখ টাকা।
  4. পরবর্তী ১০০ জন ব্যক্তিকে ২০০০ টাকা সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
  5. এর পরবর্তী ১০০ জনকে ২০০০ টাকা সাংগঠনিক প্রদর্শনী থেকে দেওয়া হবে।

ক্যুইজে অংশগ্রহণ করার প্রক্রিয়া

উপরিউক্ত ক্যুইজে কীভাবে অংশগ্রহণ করতে হবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে কেন্দ্রীয় সরকারের mygov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. ওয়েবসাইটের নীচে ক্যুইজ সেকশনে গিয়ে স্বভিমানি ভারত ক্যুইজ সিলেক্ট করতে হবে।

এছাড়া নিম্নে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন আপনি।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

ক্যুইজে অংশগ্রহণের লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment