ছুটোছুটির দিন শেষ! বাড়ি বসে মোবাইল অ্যাপ দিয়েই বানিয়ে ফেলুন ভোটার কার্ড, দেখুন পদ্ধতি

লোকসভা ভোট শুরু হবে আর খুব বেশি দেরি নেই। আপনার বয়স যদি ১৮ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনিও নিজের পছন্দের দলকে ভোট দিতে পারবেন। তবে এর জন্য অবশ্যই দরকার হবে আপনার ভোটার আইডি কার্ড (Voter ID Card)। আগে এই কার্ড বানানোর জন্য অনেক সময় দেখা যেত নানান অফিসের চক্কর কাটতে হচ্ছে। তবে বর্তমানে একটি মোবাইল অ্যাপের (Mobile App) সাহায্যে বাড়ি বসেই এই কাজ করে ফেলা সম্ভব।

ছুটোছুটি না করে, এখন আপনি নিজের ঘরে বসে ভোটার আইডি কার্ডের (Voter ID Card) জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভারতীয় সংবিধান অনুসারে, ১৮ বছর বয়স হয়ে গেলে প্রত্যেক ব্যক্তি নির্বাচন প্রক্রিয়ায় ভোটদান করতে পারবে। তবে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার আইডি কার্ড থাকতেই হবে। এই কার্ড ভোটার ফটো আইডেন্টিটি কার্ড নামেও পরিচিত।

নতুন ভোটার কার্ডের আবেদন, Voter Card Application Online with Smartphone

বাড়ি বসেই বানিয়ে ফেলুন নিজের ভোটার আইডি কার্ড!

আগে ১৮ বছর বয়স হয়ে যাওয়ার পর ভোটারদের স্থানীয় অফিসে গিয়ে ভোটার আইডি কার্ডের (Voter ID Card) জন্য অ্যাপ্লাই করতে হতো। তবে এখন ভারত সরকারের (Government of India) তরফ থেকে জাতীয় ভোটার পোর্টাল এবং অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কোনও ব্যক্তি বাড়ি বসে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলেও চিন্তা নেই! চালান কাটবে না পুলিশ, চালু নতুন নিয়ম

যে কোনও ভারতীয় নাগরিক সাধারণ ভোটার হিসেবে নিজেকে নিবন্ধন করতে পারবেন এবং জাতীয় ভোটার পোর্টালে ফর্ম নম্বর ৬ অনলাইনে পূরণ করে জমা দিয়ে দিতে পারেন। কিংবা নিজের মোবাইল ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপ (Voter Helpline App) ডাউনলোড করে নিতে পারেন।

ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে নির্দিষ্ট নথি ভারতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) কিংবা নিজ রাজ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। এই নথিপত্রগুলি সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, বয়স এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে। সেই সঙ্গেই যে ব্যক্তি আবেদন করছেন তাঁর সত্যতা এবং যোগ্যতাও নিশ্চিত করে।

আরও পড়ুনঃ বাতিল হয়নি আধার কার্ড! শুধু করতে হবে এই ছোট্ট কাজ, দুশ্চিন্তা দূর করতে ঘোষণা করল UIDAI

প্রয়োজনীয় নথিপত্র

ভোটার আইডি কার্ডের (Voter ID Card) জন্য অ্যাপ্লাই করার সময় বেশ কিছু নথিপত্র দরকার হয়। যেমন, পরিচয়ের প্রমাণ (রেশন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি), বয়সের প্রমাণপত্র, আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি সহ বেশ কিছু নথিপত্র দরকার হতে পারে।

Leave a Comment