রেশনে চাল কেনার জন্য এবার টাকা দেবে সরকার! নয়া সিদ্ধান্তে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

করোনাকালে দেশবাসীর সুবিধার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার রেশন (Ration) গ্রাহকদের প্রত্যেক মাসে ফ্রি-তে ৫ কেজি করে চাল দেওয়া শুরু করে। সম্প্রতি আরও ৫ বছরের জন্য এই সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এবার আগামী ২০২৯ সাল অবধি এই সুবিধা পাওয়া যাবে। তবে এবার এর পাশাপাশি অতিরিক্ত টাকা দেওয়া হবে!

বাজার থেকে গ্রাহকরা যাতে নিজেদের পছন্দ অনুযায়ী চাল (Rice) কিনতে পারেন, সেই জন্য সরকারের (Government) তরফ থেকে এই টাকা দেওয়া হবে। বঙ্গবাসীও কি এই সুবিধা পাবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে এই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

চাল কেনার জন্য অতিরিক্ত টাকা দেবে সরকার!

ভারতের রেশন ব্যবস্থায় চাল (Rice), গম দেওয়ার বদলে গ্রাহকদের টাকা দেওয়ার এই সিদ্ধান্ত সত্যিই যুগান্তকারী। কারণ অতীতে বহুবার রেশনে (Ration) দেওয়া খাদ্যশস্যের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। তাই এই নতুন ব্যবস্থা চালু হওয়ায় গ্রাহকরা যদি চান, তাহলে সরকারের দেওয়া টাকা দিয়ে নিজের পছন্দ অনুযায়ী দোকান থেকে চাল কিনে নিতে পারেন। এখন প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দারা কি  এই সুবিধা পাবেন?

আরও পড়ুনঃ আর হবে না চুরি! শুধুমাত্র যোগ্যরাই পাবে, রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা সরকারের

উত্তরটা হল, না। পশ্চিমবঙ্গের গ্রাহকরা এই সুবিধা পাবেন না। কারণ আপাতত কর্ণাটক সরকার (Government of Karnataka) তাঁদের রাজ্যের বাসিন্দাদের এই সুবিধা প্রদান করবে। তবে সেই রাজ্যের সকল বাসিন্দা কিন্তু এই সুবিধা পাবেন না। বরং অন্তোদয় অন্ন যোজনার অধীনে থাকা মানুষদের অ্যাকাউন্টেই প্রত্যেক মাসে ১৭০ টাকা করে দেবে সরকার। জানা যাচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্ণাটকের প্রায় ১.২৮ কোটি গ্রাহকের সুবিধা হবে।

সরকারের নয়া সিদ্ধান্তে খুশি আমজনতা!

কর্ণাটক সরকার ভোটের আগে নানান প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেগুলি পূরণ করার পালা। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুর্বল শ্রেণির মানুষদের জন্য ‘অন্ন ভাগ্য যোজনা’ শুরু করা হয়েছে। এবার সরকারি এই স্কিমের আওতায় গ্রাহকদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ১৭০ টাকা করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হতে হবে। সরকার জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে এই প্রকল্পের অধীনে টাকা পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসে এভাবে ২ মিনিটে হবে রেশন কার্ড সংশোধন! দেখুন পদ্ধতি

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কর্ণাটক সরকার প্রথমে স্থির করেছিল চিরাচরিত নিয়ম মেনে রেশন দোকানের দ্বারা অন্ন ভাগ্য যোজনার অধীনে গ্রাহকদের প্রত্যেক মাসে পাঁচ কেজি করে চাল প্রদান করা হবে। তবে কেন্দ্রের একটি নির্দেশের দরুন রাজ্য সরকারগুলি এফসিআই থেকে সরাসরি চাল কিনতে পারছে না। এই কারণে কর্ণাটক সরকার ৩৪ টাকা/কেজি হিসেবে চালের দাম ধরে পাঁচ কেজি চালের জন্য মাসে ১৭০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে টাকা দিয়ে গ্রাহকরা নিজেদের পছন্দ মতো দোকান থেকে চাল কিনে নিতে পারবেন।

Leave a Comment