সোনায় সোহাগা ৬ কোটিরও বেশি কর্মীর, বাড়ছে PF এর সুদ! এই দিনে ঢুকবে টাকা

প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর। ৬ কোটির বেশি গ্রাহকের কপাল খুলতে চলেছে! গত শনিবার আয়োজিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির সভায় PF-এর সুদ বৃদ্ধি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, ২০২৩ এবং ২০২৪ সালের জন্য EPFO সুদের হার অনেকটাই বাড়িয়েছে (PF Interest Rate Hike)। যা কিনা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

২০২১-২২ বর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদের হাত ৮.১০% করা হয়েছিল। গত চার দশকে এটি ছিল সবচেয়ে কম সুদ। পরে ২০২২-২৩ সালে সেই সুদ (Interest Rate) বাড়িয়ে ৮.১৫% করা হয়। ২০২৩-২৪ সালের জন্য সেই সুদ আরও বাড়ানো হয়েছে বলে খবর।

ইপিএফও এর নতুন সুদের হার, EPFO New and Revised Interest Rates

নতুন PF সুদের হার কত? (New PF Interest Rates)

২০২০-২১ সালে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার (PF Interest Rate) ছিল ৮.৫%। শোনা যাচ্ছে, এবার সেই অঙ্কের কাছাকাছি পৌঁছেছে EPFO। শনিবার আয়োজিত সিবিটির সভায় এই বিষয়েএকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে, ২০২৩-২৪ বর্ষের জন্য পিএফ (PF) গ্রাহকদের ৮.২৫% সুদের হার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অবসরের পরেও সবাই পাবে মেডিক্যাল সুবিধা! রিটায়ার্ড কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের

কবে থেকে পাওয়া যাবে নতুন সুদ?

কর্মচারী ভবিষ্যৎ তহবিলের সুদ (PF Interest) বৃদ্ধির এই সিদ্ধান্ত সবে নেওয়া হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায়নি। সিবিটির সিদ্ধান্তের পর ২০২৩-২৪ বর্ষে পিএফের সুদ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে পাঠানো হবে। সরকার অনুমোদন দিলে ২০২৩-২৪ বর্ষের জন্য নতুন সুদের হার অর্থাৎ ৮.২৫% সুদ EPFO-র ৬ কোটিরও বেশি অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ নামমাত্র বিনিয়োগে পান ২৫ লাখ রিটার্ন! দেশবাসীর জন্য মালামাল স্কিম নিয়ে এল LIC

প্রসঙ্গত, প্রত্যেক মানুষের জীবনেই এমন পরিস্থিতি আসে যখন টাকার ভীষণ দরকার হয়। সেই প্রয়োজন মেটাতে অনেকে ঋণ নেন। তবে আপনি যদি চাকরিজীবী হন এবং প্রতি মাসে EPFO-তে টাকা জমা করেন তাহলে টাকার প্রয়োজন পড়লে আপনি চাকরি করতে করতে PF অ্যাকাউন্টে নিজের সঞ্চিত টাকা থেকে আংশিক প্রত্যাহার করে দরকার মেটাতে পারেন। চাকরিরত অবস্থায় নানান পরিস্থিতি যেমন, পড়াশোনা, চিকিৎসা, বিয়ে সহ বেশ কিছু পরিস্থিতিতে টাকা তুলতে দেয় EPFO।

Leave a Comment