মাসে ৫০০০ টাকা দিয়েই ২৬ লাখের রিটার্ন! পোস্ট অফিসের এই মালামাল স্কিমে সম্পর্কে জানেন?

বর্তমানে মানুষের কাছে বিনিয়োগ করার প্রচুর বিকল্প রয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস (Post Office Scheme) থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, সর্বত্র রয়েছে চোখধাঁধানো নানান স্কিম। আপনিও যদি বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ ঝুঁকিহীন দুর্দান্ত রিটার্ন পাওয়ার মতো এমন একটি প্রকল্পের হদিশ তুলে ধরেছি আমরা। সেই স্কিমের নাম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)।

High Returns Investment Schemes offered by Indian Post Office

ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (Public Provident Fund) বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে বিনিয়োগ (Investment) করার একাধিক সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম হল গ্যারান্টেড রিটার্ন এবং ট্যাক্স ছাড়। অর্থাৎ PPF প্রকল্প ম্যাচিওর হওয়ার পর বিনিয়োগকারী যে টাকা পাবেন সেটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হবে।

Post Office Investment Scheme with High Interest Rate

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)

এই স্কিমে (Public Provident Fund) বিনিয়োগের সময়সীমা হল ১৫ বছর। তবে ইচ্ছা হলে বিনিয়োগকারী সেই সময়সীমা বৃদ্ধি করতে পারেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় লগ্নিকারীকে ৩টি বিকল্প দেওয়া হবে। প্রথম, বিনিয়োগকারী চাইলে পুরো টাকা তুলে নিতে পারবেন। দ্বিতীয়, টাকা যদি না তোলেন সেক্ষেত্রে সুদ যোগ হতে থাকবে। তৃতীয়, আরও ৫ বছরের জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে কিস্তির চাপ শেষ! বন্ধন ব্যাঙ্কের লোন গ্রাহক হলে আপনার জন্য রইল সুখবর

সেক্ষেত্রে বিনিয়োগকারী যদি পুরো টাকা তুলে নিতে চান তাহলে তাঁর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। যদি ৫ বছরের জন্য মেয়াদ বাড়াতে চান তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১ বছর আগে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে সেকথা জাআনাতে হবে। উল্লেখ্য, মেয়াদের ১৫ বছর প্রি-ম্যাচিওর উইথড্রলের নিয়ম থাকবে না। সেক্ষেত্রে লগ্নিকারী যে কোনও সময় দরকার পড়লে টাকা তুলতে পারবেন।

৫০০০ টাকা বিনিয়োগ করে ২৬ লাখ টাকা রিটার্ন!

বিনিয়োগকারী যদি উপরিউক্ত কোনও অপশনই সিলেক্ট না করেন, তাহলে তাঁর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদ যুক্ত হতে থাকবে। এই মুহূর্তে এই স্কিমে ৭.১% সুদ পাওয়া যাচ্ছে। এবার যদি কেউ এই প্রকল্পে মাসিক ৫০০০ টাকা কিংবা বার্ষিক ৬০,০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৯ লাখ টাকা। সুদ হিসেবে পাওয়া যাবে ৭.২৭ লাখ টাকা। সব মিলিয়ে মেয়াদ শেষে সেই ব্যক্তি পাবেন ১৬.২৭ লাখ টাকা।

আরও পড়ুনঃ আর নয় ৭-৮%! নতুন বছরে ফিক্সড ডিপোজিটেই ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

এবার যদি সেই লগ্নিকারী প্রকল্পের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করেন তাহলে ২০ বছরে তাঁর বিনিয়োগের পরিমাণ হবে ১২ লাখ টাকা। সেক্ষেত্রে সুদের পরিমাণ হবে ১৪.৬৩ লাখ টাকা। সব মিলিয়ে তিনি মেয়াদ শেষে পাবেন ২৬.৬৩ লাখ টাকা।

Leave a Comment