৫০০ টাকা লাগিয়েই মালামাল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

ভারতে বিনিয়োগের জন্য অন্যতম নিরাপদ একটি প্রতিষ্ঠান হল পোস্ট অফিস (Post Office Scheme)। অগুনতি মানুষ এখানে নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ (Investment Plan) করেন। বিশেষত মধ্যবিত্ত লোকেরা এমন স্কিমে টাকা রাখতে চান যেখান থেকে নিশ্চিত রিটার্ন আসবে। আর সেখান থেকেই তাঁরা বেছে নেন ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের (Post Office) মতো প্রতিষ্ঠান।

আপনিও যদি স্বল্প বিনিয়োগে দুর্দান্ত রিটার্নের কোনও স্কিমে বিনিয়োগ (Investment Scheme) করতে চান তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ আমরা পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের কথা তুলে ধরেছি। এই স্কিমের নাম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)। এখানে টাকা রেখে আপনি কয়েক বছরের মধ্যে হয়ে যেতে পারেন লাখপতি!

PPF or Public Provident Fund Interest Rates

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund of PPF in Post Office)

পোস্ট অফিস শুধু নয়, আপনি ব্যাঙ্ক থেকেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF) খুলতে পারেন। বর্তমানে এই স্কিমে ৭.১% হারে সুদ প্রদান করা হচ্ছে। এই প্রকল্পে আপনি চক্রবৃদ্ধির সুবিধা পাবেন। যে কারণে কয়েক বছরের মধ্যেই আপনি দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কেমন রিটার্ন পাওয়া যায়? (Public Provident Fund Returns)

নূন্যতম ৫০০ টাকা দিয়ে PPF প্রকল্পে বিনিয়োগ শুরু করা যেতে পারে। প্রত্যেক বছর আপনি সর্বোচ্চ ১.৫ লাখ টাকা এখানে জমা করতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড সর্বোচ্চ ১৫ বছরের জন্য করা যায়। তবে আপনি চাইলে এটিকে ৫ বছরের ব্লকে বৃদ্ধি করতে পারেন। এখন প্রশ্ন হল, এই স্কিমে টাকা রেখে কেমন রিটার্ন পাওয়া যায়?

আরও পড়ুনঃ বেকার হলেও প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০! দুর্দান্ত প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের

ধরা যাক, আপনি ১৫ বছর ধরে এই স্কিমে ১.৫ লাখ টাকা বিনিয়গ করলেন। সেক্ষেত্রে আপনার মোট বিনিয়োগের অঙ্ক হবে ২২,৫০,০০০ টাকা। এর ওপর মিলবে ৭.১% সুদ। অর্থাৎ সব মিলিয়ে আপনি মোট ৪০,৬৮,২০৯ টাকা ফেরত পাবেন। এবার আপনি যদি ৫ বছরের ব্লকে এটিকে একবার প্রসারিত করেন এবং আগামী ৫ বছরে একই অঙ্কের বিনিয়োগ চালিয়ে যান সেক্ষেত্রে ২০ বছরে আপনার মোট বিনিয়োগের অঙ্ক হবে ৩০,০০,০০০ টাকা। এর ওপর পাওয়া যাবে ৭.১% সুদ। সেই হিসেবে ২০ বছর পর আপনি মোট ৬৬,৫৮,২৮৮ টাকা ফেরত পাবেন।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড এক্সটেনশনের নিয়ম (PPF Extension Rule)

পাবলিক প্রভিডেন্ট ফান্ড এক্সটেনশন সংক্রান্ত নিয়মকানুন নিম্নে তুলে ধরা হল।

  1. শুধুমাত্র ভারতীয় নাগরিকরা PPF এক্সটেনশন করাতে পারেন। ভারতীয় নাগরিক অথচ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন তাঁরা কিন্তু PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটি প্রসারিত করার অনুমতি নেই।
  2. আপনার যে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে PPF এক্সটেনশনের জন্য আবেদন জমা দিতে হবে। মেয়াদপূর্তির ডেট থেকে ১ বছর পূর্ণ হওয়া আগে গ্রাহককে এক্সটেনশনের আবেদন জমা দিতে হবে।
  3. PPF অ্যাকাউন্টের যদি আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয় তাহলে প্রত্যেক বছর আপনাকে অন্তত ৫০০ টাকা জমা দিতে হবে। নাহলে প্রত্যেক বছর আপনাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে।

আরও পড়ুনঃ প্রতিমাসে ১ লক্ষ টাকা আয়! SBI-এর এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারেন্টি

আরও বিশদে জানতে যে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে কথা বলতে পারেন।

Leave a Comment