সস্তায় জমি, বাড়ি কিনতে চান? দুর্দান্ত অফার আনল PNB, এই কাজ করলেই অর্ধেক দামে পাবেন সম্পত্তি

নিজের জমি কিংবা বাড়ি কেনার স্বপ্ন কমবেশি সব মানুষেরই থাকে। আপনারও যদি এমন কোনও পরিকল্পনা এখন থেকে থাকে তাহলে রয়েছে একটি সুখবর। কারণ ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক PNB তথা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের (Punjab National Bank) কম দামে জমি, বাড়ি, দোকান কেনার সুযোগ নিয়ে এসেছে। এই ব্যাঙ্কের তরফ থেকে আবাসিক সম্পত্তি, শিল্প সম্পত্তি, কৃষি সম্পত্তি, ব্যবসায়িক সম্পত্তির মতো বেশ কিছু জিনিসের নিলামের (PNB Auction) আয়োজন করা হয়েছে।

সহজ কথায়, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফ থেকে জমি, বাড়ি, দোকান নিলামের (Punjab National Bank Auction) আয়োজন হতে চলেছে। এই ই-নিলামে (e-Auction) যে কোনও ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। সেই সঙ্গেই সস্তায় নিজের পছন্দের সম্পত্তি কিনে নিতে পারেন। কিনতে হলে কী করতে হবে? তা জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

PNB House Auctions

ই-নিলাম থেকে কিনুন সস্তায় সম্পত্তি!

PNB কর্তৃপক্ষের (Punjab National Bank) তরফ থেকে জানানো হয়েছে, গোটা দেশে এই ই-নিলামের আয়োজন হবে। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১২,৮৭৪টি আবাসিক, ১১৫৬টি শিল্প, ২,৩৯৬টি বাণিজ্যিক এবং ১০২টি কৃষি সম্পত্তির নিলাম (PNB Auction) করা হবে।

আরও পড়ুনঃ একটাকাও লাগবে না, বিনামূল্যে পাওয়া যাবে সিলিন্ডার! সময় ফুরানোর আগে এভাবে করুন আবেদন

ব্যাঙ্কের তরফ থেকে কেন এই সম্পত্তি নিলাম করা হচ্ছে?

ব্যাঙ্কের তরফ থেকে নিলামে (Punjab National Bank Auction) যে সম্পত্তিগুলি তোলা হয় সেগুলির দাম সাধারণত মার্কেটের দরের থেকে কম হয়। তবে এগুলি কিন্তু ব্যাঙ্কের নিজস্ব সম্পত্তি নয়। আসলে এমন অনেক গ্রাহক আছেন যারা গৃহঋণের কিস্তি শোধ করতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের সম্পত্তি ব্যাঙ্কের (Punjab National Bank) তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়।

কারণ গ্রাহককে ঋণ দেওয়ার সময় ব্যাঙ্কের তরফ থেকে তাঁদের সম্পত্তি গ্যারান্টি হিসেবে রাখা হয়। তাই ঋণ পরিশোধ না করতে পারলে সেই বন্ধক রাখা সম্পত্তি নিলাম করে দেওয়া হয়। মিডিয়া রিপিরত অনুযায়ী, আগামী ৫ বছরে সরকারি খাতের ব্যাঙ্কগুলি প্রায় ৫,০০,০০০ সম্পত্তি নিলাম করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বদলে গেল ন্যাশানাল পেনশন সিস্টেমে টাকা তোলার নিয়ম! সমস্যায় পড়ার আগে জেনে নিন

নিলাম থেকে সম্পত্তি কিনতে হলে কী করতে হবে?

এখন প্রশ্ন হল, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফ থেকে আয়োজিত হতে চলা এই নিলাম থেকে সম্পত্তি কিনতে হলে কী করতে হবে? বলে রাখি, এই মেগা নিলামে অংশগ্রহণ করতে হলে ইচ্ছুক ব্যক্তিদের https://ibapi.in  ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই এই বিষয়ে বিশদ বিবরণ পাওয়া যাবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক PNB কর্তৃক আয়োজিত এই ই-নিলামে অংশগ্রহণ করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নোটিশে দেওয়া সম্পত্তির জন্য জমা দিতে হবে আর্নেস্ট মানি। পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় নথিপত্রও পরীক্ষা করা হয়। KYC প্রক্রিয়ার পরেই এই নিলামে অংশগ্রহণ করার অনুমোদন মিলবে। এছাড়া এই নিলামে অংশগ্রহণ করতে হলে ডিজিটাল স্বাক্ষর থাকতে হবে। ইএমডি জমা দেওয়া পর ইচ্ছুক ব্যক্তির ইমেল আইডিতে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। এই পদ্ধতিতেই ই-নিলামে অংশগ্রহণ করা যাবে।

Leave a Comment