কোথাও যেতে হবে না, বাড়ি বসে এভাবে ২ মিনিটে হবে রেশন কার্ড সংশোধন! দেখুন পদ্ধতি

ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ড (Ration Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডের মাধ্যমে কোটি কোটি ভারতীয় প্রত্যেক মাসে রেশন সামগ্রী পান। রেশন কার্ড যদি না থাকতো তাহলে এদেশের বহু পরিবার দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যেত। তবে অনেক সময় এই রেশন কার্ডের তথ্যে কিছু ভুল থাকে। যা সংশোধন (Ration Card Correction) করার জন্য প্রচুর ছুটোছুটি করতে হয়।

অনেক সময় দেখা যায়, রেশন কার্ডে (Ration Card) কিছু ভুলত্রুটি  থাকার কারণে রেশন সামগ্রী পাচ্ছে না দরিদ্র পরিবারগুলি। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। সেই সঙ্গেই অনেক সময় চক্কর কাটতে হয় সরকারি অফিসের। তবে আর চিন্তা নেই। কারণ এখন বাড়ি বসেই আপনি করে ফেলতে পারবেন এই কাজ (Ration Card Correction)। কীভাবে করবেন? তা এই প্রতিবেদনে বিশদে তুলে ধরা হল।

Ration Card Correction

Ration Card Correction Process Online 

বাড়ি বসে রেশন কার্ড সংশোধনের জন্য আপনার কয়েকটি নথি লাগবে। সেগুলি হল- রেশন কার্ড, আধার কার্ড। এছাড়া প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো অন্যান্য পরিচয়পত্রও লাগতে পারে।

আরও পড়ুনঃ স্মার্টফোন দিয়ে আয় করুন মোটা টাকা! এক ক্লিকে দেখুন বাড়ি বসে উপার্জনের ৫টি দুর্দান্ত টেকনিক

রেশন কার্ড সংশোধন পদ্ধতি (How to Correct Ration Card Online)

বাড়ি বসে অনলাইনে কীভাবে রেশন কার্ড সংশোধন করতে হয় তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে খাদ্য এবং সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://epds.nic.in/ -এ যেতে হবে।
  2. এরপর ‘Ration Card Correction’ লেখায় ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  3. আপনার রেশন কার্ড এবং আধার কার্ডের নম্বর লিখে ‘Search’ লেখায় ক্লিক করতে হবে।
  4. এবার আপনার সামনে রেশন কার্ডের সকল তথ্য ফুটে উঠবে।
  5. যে তথ্য পরিবর্তন করতে হবে তা পরিবর্তন করুন।
  6. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ বিয়ের দিন ঝড়-বৃষ্টি? ফেরত পাবেন পুরো খরচ! বর-কনে পক্ষের জন্য চলে এল দুর্দান্ত পলিসি

রেশন কার্ড সংশোধন আবেদনের মতো সেই অ্যাবেদনের স্ট্যাটাসও আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। এর জন্যেও আপনাকে https://epds.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেশন কার্ড এবং আধার কার্ড নম্বর লিখে সার্চ লেখায় ক্লিক করতে হবে। তাহলেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন আপনি। এখন নিশ্চয়ই ভাবছেন, এর জন্য কত টাকা লাগবে? তাহলে বলে রাখি, এই কাজের জন্য আপনার এক টাকাও খরচ হবে না।

Leave a Comment