জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার! কীভাবে চিনবেন ১০০-৫০০ টাকার আসল নোট? বলে দিল RBI

বর্তমানে বাজার একপ্রকার জাল নোটে (Fake Notes) ছেয়ে গিয়েছে। বিশেষত ১০০ এবং ৫০০ টাকার নোটে সবচেয়ে বেশি জাল করা হচ্ছে। তাই প্রত্যেককেই লেনদেন করার আগে নোট ভালো করে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জাল নোট চেনার বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। চলুন তা দেখে নেওয়া যাক।

RBI-এর মতে জাল নোট চেনার উপায় (RBI New Guidelines for Fake Notes)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে জাল নোট (Fake Notes) শনাক্ত করার কয়েকটি উপায় বলা হয়েছে, নিম্নে সেই বিষয়ে বিশদে তুলে ধরা হল। আপনারাও যদি এই জিনিসগুলো খেয়াল করে থাকেন তাহলে জাল নোটের নেওয়ার থেকে বাঁচতে পারবেন।

How to Check Rs 100 and 500 Fake Notes

জলছাপ

RBI-এর নোটে ওয়াটারমার্ক উইন্ডোতে হালকা আলো-ছায়ার প্রভাবসহ বেশ কিছু দিকনির্দেশক রেখা সহযোগে মহাত্মা গান্ধীর জলছাপ থাকে। যেটা সহজে নকল করা সম্ভব নয়। আপনি যদি একটু আলোর দিকে নোট রেখে দেখেন তাহলেই এই ওয়াটারমার্ক বুঝতে পারবেন।

সিকিউরিটি থ্রেড

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আসল নোটে এমবেডেডে উইন্ডোজ সিকিউরিটি থ্রেড থাকে। তার শিলালিপিতে ‘১০০’, ‘ভারত’ এবং ‘আরবিআই’ লেখা থাকে। নোটের উভয় দিক থেকেই এগুলি দেখা যায়। ১০০ এবং ৫০০ টাকার নোটের ক্ষেত্রে ‘ভারত’ ও ‘আরবিআই’এর শিলালিপি সহযোগে একটি সুরক্ষা থ্রেডও দেওয়া থাকে। আপনি যদি আলোর উল্টো দিকে ১০০ এবং ৫০০ টাকা নোট ধরেন তাহলে একটি অবিচ্ছিন্ন রেখা দেখতে পাবেন।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত! আবার বাড়লো গ্যাসের দাম, LPG সিলিন্ডার কিনতে খসবে কত?

এছাড়া ৫, ১০, ২০ এবং ৫০০ টাকার নোটের ক্ষেত্রে ‘ভারত’ ও ‘আরবিআই’ শিলালিপি সহযোগে একটি পঠনযোগ্য এমবেডেড উইন্ডোতে সিকিউরিটি থ্রেড থাকে। এই সুরক্ষা থ্রেডের বাঁ দিকে মহাত্মা গান্ধীর ছবি দেখেও আসল এবং জাল নোটের তফাৎ অনুধাবন করা যায়। বলে রাখি, মহাত্মা গান্ধী সিরিজের নোটে একটি সাধারণ সিকিউরিটি থ্রেড থাকে।

শনাক্তকারী চিহ্ন

১০ টাকার নোট ছাড়া প্রত্যেকটি নোটের ওয়াটারমার্ক উইন্ডোর বাঁ দিকে একটি স্বতন্ত্র ইন্টাগ্লিও থাকে। এটি বিভিন্ন আকৃতির হয়। যেমন- ১০০ টাকার নোটের ক্ষেত্রে তা ত্রিভুজাকার হয়। দৃষ্টিহীন ব্যক্তিদের নোট চেনার ক্ষেত্রে এই চিহ্নগুলি সাহায্য করে।

সুপ্ত ছবি

২০, ৫০, ১০০ এবং ৫০০ টাকার নোটের উল্টো দিকে মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে উল্লম্ব ব্যান্ডে টাকার অঙ্কের সঙ্গে সম্বন্ধিত একটি সুপ্ত ছবি দেওয়া থাকে। আপনি যদি চোখ বরাবর অনুভূমিকভাবে নোটটি ধরেন তাহলে এই সুপ্ত ছবিটি দেখতে পাবেন।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে আসবে ১০০০ টাকা! ঝটপট আবেদন করুন নতুন রাজ্য সরকারের প্রকল্পে

ইন্টাগ্লিও প্রিন্টিং

মহাত্মা গান্ধীর ছবি সহ RBI-এর শিলমোহর, RBI গভর্নরের স্বাক্ষর অথবা বা দিকে থাকা অশোক স্তম্ভের প্রতীক- এগুলি হল প্রতিশ্রুতি এবং গ্যারান্টির অঙ্গীকার। এদেশের ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটের ইন্টাগ্লিও খোদাই করা থাকে। স্পর্শ করলেই আপনি তা বুঝতে পারবেন।

মাইক্রো লেটারিং

মহাত্মা গান্ধীর ছবি এবং নোটের উল্লম্ব ব্যান্ডের মধ্যে মাইক্রো লেটারিং দেখতে পাওয়া যায়। ৫ এবং ১০ টাকার নোটের ক্ষেত্রে ‘আরবিআই’ লেখা থাকে। অন্যদিকে ২০ কিংবা তার বেশি মূল্যের নোটের ক্ষেত্রেও মাইক্রো লেটারিং থাকে।

ফ্লুরোসেন্স

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নোটগুলিতে যে নম্বর প্যানেল থাকে তা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এই নম্বর প্যানেল ফ্লুরোসেন্ট কালিতে মুদ্রণ করা হয়। এছাড়া এগুলিতে অপটিক্যাল ফাইবারও থাকে।

Leave a Comment