গান্ধীজি নয়, ৫০০ টাকার নোটে থাকবে শ্রীরামের ছবি? RBI কী বলছে দেখুন

ভারতীয় নোটে (Indian Rupee) আমরা মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি দেখতেই অভ্যস্ত। তবে এবার শোনা যাচ্ছে, ৫০০ টাকার নোটে গান্ধীজির পরিবর্তে থাকতে চলেছে শ্রীরাম (Lord Rama) কিংবা রাম মন্দিরের (Ram Mandir) ছবি! সোশ্যাল মিডিয়া খুললেই এখন এমন পোস্ট চোখে পড়ছে। ভাইরাল হওয়া এই ছবি দেখে অনেকেই ধন্দে পড়েছেন, তাহলে কি সত্যিই ৫০০ টাকার নোটে এবার থেকে শ্রীরামের ছবি থাকবে? উঁকি দিয়েছে সেই প্রশ্ন।

এই মুহূর্তে প্রায় গোটা দেশে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন নিয়ে চর্চা হচ্ছে। আগামী ২২ জানুয়ারি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারত সহ সমগ্র বিশ্ব। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা দেশ যেন একপ্রকার রামময় হয়ে উঠেছে! আর তার মাঝেই ৫০০ টাকার নোটে (500 Rupee Note) শ্রীরামের ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রীরামের ছবি দেওয়া ৫০০ টাকার নোটের ছবি : Lord Rama picture on 500 Rupee note picture goes viral

৫০০ টাকার নোটে শ্রীরামের ছবি! (Lord Rama Picture on 500 Rupee Note)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট দেখা যাচ্ছে, মহাত্মা গান্ধীর পরিবর্তে ৫০০ টাকা নোটে (500 Rupee Note) শ্রীরামের ছবি রয়েছে। ‘NK6410582’ সোশ্যাল মিডিয়া ইউজার সমাজমাধ্যমে ভাইরাল পোস্টটি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করেছেন। সেখানে লেখা, নোট (Indian Rupee) থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এবার থেকে নোটে শ্রীরামের (Sree Ram) ছবি থাকবে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত তাঁদের অনুসরণ করার কথাও বলা হয়েছে!

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ট্রাফিক আইনে বড় বদল! সমস্যায় পড়ার আগে অবশ্যই জেনে নিন

শ্রীরামের (Lord Rama) ছবি দেওয়া ৫০০ টাকার নোটের এই পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়ে যায়। সত্যিই কি এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার? অনেকের মনে দেখা দেয় এই প্রশ্ন। যদিও সমগ্র বিষয়টির মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।

RBI কী বলছে?

ভারতীয় নোটে ছবি বদল প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আরবিআই-এর (RBI) ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে, ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটে গান্ধীজির ছবিই রয়েছে। ভারতীয় মুদ্রা, বিশেষত ৫০০ টাকার নোটে ছবি বদল প্রসঙ্গে কোনও ঘোষণা করা হয়নি।

Leave a Comment