এই কারণেই সর্বস্বান্ত হয় ৯৯% লোক! Credit Card ব্যবহারের সময় এই নিয়ম না মানলেই ঘোর বিপদ

Credit Card Using Tips: কথাতেই আছে, মানুষের চাহিদার কোনও শেষ নেই! প্রত্যেক মানুষেরই কোনও না কোনও শখ অথবা চাহিদা থাকে। আর সেগুলি পূরণ করার জন্য সকলেই চেষ্টা করতে থাকেন। আর এখন তো প্রায় সবকিছু কেনাই বেশ সহজ হয়ে গিয়েছে। কমবেশি সকল কোম্পানি নিজেদের পণ্য EMI-র মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। গ্রাহকরাও এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

এছাড়া বর্তমানে অনেকের কাছেই ক্রেডিট কার্ড (Credit Card) থাকে। বহু ব্যক্তির ব্যাগে তো আবার একাধিক ক্রেডিট কার্ড সাজানো থাকে! অনেক মানুষ আছেন যারা ক্রেডিট কার্ডের মাধ্যমেই ব্যাগ ভর্তি শপিং (Shopping) করে থাকেন। অনেকের আবার জীবনযাপনের সঙ্গেই ক্রেডিট কার্ড জড়িয়ে গিয়েছে। আস্তে আস্তে এটা একপ্রকার ট্রেন্ডে পরিণত হচ্ছে! তবে এই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে অনেক মানুষ নিজের অজান্তেই নানান সমস্যাতেও জড়িয়ে পড়েন!

Rules to keep in mind before using Credit Card

ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা! (Credit Card Related Problems)

এমন অনেক মানুষ আছেন যাঁদের একাধিক ক্রেডিট কার্ড (Credit Card) রয়েছে এবং প্রত্যেকটি থেকে তাঁরা কেনাকাটা (Shopping) করেন। আবার সেই কেনাকাটার ফলে নানান রকম Reward পাওয়া যায়, সেগুলি ব্যবহার করে অনেক সময় ছাড়ও মেলে। এভাবেই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করতে করতে অনেকে ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন। একজন ব্যক্তির কতগুলি ক্রেডিট কার্ড থাকতে পারে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ফলে অনেকেরই একাধিক ক্রেডিট কার্ড থাকছে।

আরও পড়ুনঃ ঘরে বসে রোজ আয় করুন ২০০০ টাকা, দারুণ সুযোগ নিয়ে এল Google Pay! দেখুন পদ্ধতি 

অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি উপার্জনের একটি নির্দিষ্ট উৎস থাকে, তাহলে একাধিক ক্রেডিট কার্ডের ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ কোনও ব্যক্তির যদি ৮-১০টি ক্রেডিট কার্ড থাকে, তাহলে প্রত্যেকটি কার্ডের সুদের হার এবং পেমেন্টের তারিখ ভিন্ন হয়। সব সময় সেই তথ্য মনে রাখা সম্ভব হয় না। সেখান থেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করার সময় ব্যবহারকারীকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। তাহলেই ক্ষতির সম্ভাবনা কমে যায়।

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ক্রেডিট কার্ড ব্যবহারের টিপস! (Credit Card Using Tips)

  1. ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অবশ্যই কার্ডের বিল জমা করার দিনক্ষণ এবং বিলের ওপর চাপানো চার্জের কথা মাথায় রাখতে হবে।
  2. প্রত্যেক ক্রেডিট কার্ডে একটি নির্দিষ্ট সীমা অবধি কেনাকাটায় ছাড় প্রদান করা হয়। তার বেশি টাকার কিনলে সেই ছাড় কিন্তু মেলে না।
  3. ব্যাঙ্ক অনুযায়ী ক্রেডিট কার্ডের বার্ষিক চার্জ পরিবর্তন হয়। এটাও ব্যবহারকারীকে মাথায় রাখতে হবে।
  4. ক্রেডিট কার্ডের বিল যদি সময় মতো পরিশোধ না করা হয় তাহলে ৪০% অবধি সুদ দিতে হতে পারে।
  5. বহু ক্রেডিট কার্ডে দেখা যায় জ্বালানি ভরা হলে বিশেষত পেট্রোল পাম্পে যদি ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তাহলে তার ওপর সারচার্জ ধার্য করা হয়। সেই বিষয়টাও ভুলে গেলে চলবে না।
  6. ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ তোলা উচিত নয়। টাকার যতই দরকার হোক না কেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি টাকা তোলা হয় তাহলে তার ওপর কিন্তু শুরু থেকে সুদ নেওয়া হয়!

সব মিলিয়ে, ক্রেডিট কার্ড ব্যবহার করলে উপরে উল্লিখিত টিপসগুলি একটি মেনে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারই সুবিধা হচ্ছে।

Leave a Comment