টাকা আপনার ডাবল করার দায়িত্ব ব্যাঙ্কের! এবছরের সেরা স্কিম লঞ্চ করল SBI, আপনি জানেন?

সরকারি ব্যাঙ্কের কথা উঠলেই অধিকাংশ মানুষের মাথায় প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) কথাই আসে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এটি। অগুনতি মানুষের অ্যাকাউন্ট আছে সেখানে। গ্রাহকদের জন্য প্রায়ই নানান দুর্দান্ত স্কিম (SBI Scheme) নিয়ে আসে এসবিআই কর্তৃপক্ষ। আজকের প্রতিবেদনে এসবিআই সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম (SBI Senior Citizen Term Deposit Scheme) নিয়ে আলোচনা করবো। যেখানে টাকা রাখলে দুর্দান্ত রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা।

State Bank of India Term Deposit Scheme

রিটায়ারমেন্টের পর কোথায় টাকা বিনিয়োগ করা উচিত তা নিয়ে ধন্দে পড়তে দেখা যায় অনেককে। আপনার মাথাতেও যদি এই চিন্তা ঘুরতে থাকেন তাহলে আপনি এসবিআইয়ের সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমে (SBI Senior Citizen Term Deposit Scheme) বিনিয়োগ করতে পারেন। এখানে মাত্র ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের জন্য ফিক্সডে টাকা রাখতে পারেন।

SBI Term Deposit Scheme Investment Plan

এই স্কিমে টাকা রাখলে সাধারণ নাগরিকদের তুলনায় বেশি বেসিস পয়েন্ট পাওয়া যায়। সেখানে সিনিয়র সিটিজেনরা ০.৫০% বেশি সুদ পান। যদি ৫-১০ বছরের জন্য টাকা রাখা হয় তাহলে ১% বেশি সুদ মেলে। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সাধারণ গ্রাহকরা ৬.৫% সুদ পান এবং প্রবীণ নাগরিকরা পান ৭.৫% সুদ। তাহলে উপরিউক্ত স্কিমে (Scheme) টাকা রাখলে কীভাবে তা দ্বিগুণ হবে চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিই লাস্ট, বন্ধ হবে পরিষেবা! Paytm এর ওপর নিষেধজ্ঞা জারি করতেই মাথায় হাত আমজনতার

Double Return Investment Plan by SBI

আপনি যদি এই স্কিমে ১ লাখ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করেন এবং সুদের হার ৭.৫% হয় তাহলে মেয়াদ শেষ আপনি ২,১০,২৩৫ টাকা ফেরত পাবেন। যা কিনা দ্বিগুণেরও বেশি। একই রকম ভাবে যদি ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ১,০৫,১১৭ টাকা এবং ২ লাখ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ২,১০,২৩৫ টাকা।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত! আবার বাড়লো গ্যাসের দাম, LPG সিলিন্ডার কিনতে খসবে কত?

৬০ বছর এবং তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই স্কিমকে খুবই সুরক্ষিত এবং ঝুঁকিহীন মনে করেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গেই পাওয়া যায় দুর্দান্ত রিটার্ন। এছাড়া এই স্কিমে ৫ বছরের বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ধারা অনুসারে করের ওপর বিশেষ ছাড় মেলে। তবে মেয়াদ শেষে সুদের ওপর কিন্তু টিডিএস কাটা হয়ে থাকে।

Leave a Comment