মাসে ৫০০০ দিয়েই কোটিপতি হতে চান? দেখে নিন বড়লোক হওয়ার নিনজা টেকনিক

কর্মজীবনের শুরু থেকেই টাকা সঞ্চয় (Money Savings) করা ভীষণ জরুরি। সুরক্ষিত ভবিষ্যৎ চাইলে প্রথম থেকেই অল্প অল্প করে টাকা জমানো উচিত। নিজেদের মাইনে থেকে প্রত্যেক মাসে যদি আমরা ২০০০ কিংবা ৩০০০ টাকা সঞ্চয় করতে পারি, তাহলেও দীর্ঘমেয়াদে একটা ভালো তহবিল গড়ে তোলা যায়। তবে আমরা অনেকেই এই বিষয়ে ঠিক মতো পরিকল্পনা করি না, যে কারণে অবসর (Retirement) গ্রহণের পর অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

একটা বয়সের পর আমাদের প্রত্যেককেই কাজ থেকে অবসর গ্রহণ করতে হয়। তখন স্বাভাবিকভাবে আয়ের উৎস কমে আসে। কিন্তু সেই সময়টাতেও যাতে সুখে জীবনযাপন করা যায়, সেই জন্য কর্মজীবনের শুরু থেকে সঞ্চয়ে মন দেওয়া উচিত। বেতন যতই হোক না কেন, চেষ্টা করা উচিত সেখান থেকে কিছু অর্থ বাঁচিয়ে সঞ্চয় করার। এমনকি মাসিক ২৫,০০০ টাকা মাইনে দিয়েও কিন্তু ভবিষ্যতে বিরাট আর্থিক লক্ষ্য অর্জন করা সম্ভব।

Indian Money

How to Became Crore Pati with Financial Planning

আপনার মাসিক বেতন যদি ২৫,০০০ টাকা হয়, তাহলেও রিটায়ারমেন্টের সময় কর্পাস ১.৭৬ কোটি টাকা অথবা তার অধিক হতে পারে। যদি কোনও ব্যক্তি সঠিকভাবে নিজের অর্থ বিনিয়োগ (Investment) করেন তাহলে এই বিপুল অঙ্কটিও কিন্তু সাধ্যের মধ্যে দেখায়। এখন প্রশ্ন হল, মাইনে থেকে কত টাকা সঞ্চয় করতে হবে?

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

কীভাবে কোটিপতি হবেন? (How you can became Crorepati)

কোটিপতি হতে গেলে প্রথমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। আর্থিক নিয়ম অনুযায়ী, মোট আয়ের অন্তত ২০% অর্থ সঞ্চয় করা উচিত। অর্থাৎ যদি কারোর বেতন ২৫,০০০ টাকা হয়, সেক্ষেত্রে তাঁকে প্রত্যেক মাসে অন্তত ৫০০০ টাকা সঞ্চয় করতে হবে।

কোনও ব্যক্তি যদি নিজের সঞ্চয় থেকে কোটি টাকার তহবিল গড়ে তুলতে চান তাহলে সেক্ষেত্রে তিনি SIP-এর দ্বারা মিউচুয়াল ফান্ডে (SIP Investment) বিনিয়োগ করতে পারেন। গত কয়েক বছরে, SIP-তে অর্থ বিনিয়োগ করে গড়ে ১৫% রিটার্ন পাওয়া গিয়েছে। এক্ষেত্রে কেউ যদি দীর্ঘমেয়াদী SIP-তে বিনিয়োগ করেন তাহলে অবসর অবধি একটি বিশাল তহবিল গড়ে তুলতেই পারেন।

আরও পড়ুনঃ ৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

এসআইপি করে কোটিপতি হওয়ার ফরমুলা (SIP Calculation to became Crorepati)

আপনি চাইলে আপনার পছন্দমত SIP অ্যামাউন্ট ক্যালকুলেট করে নিতে পারেন। এর জন্য SIP Return Calculator ব্যবহার করতেপারেন। এখন ধরা নেওয়া যাক, কোনও ব্যক্তি প্রত্যেক মাসে SIP-তে ৫০০০ টাকা বিনিয়োগ করেন। তিনি যদি তিন দশক তথা ৩০ বছর ধরে এটি চালিয়ে যান তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৮ লাখ টাকা এবং মূলধন লাভ হিসেবে তিনি পাবেন ১.৫৮ কোটি টাকা। অর্থাৎ এভাবে ৩০ বছর পর তিনি মোট ১.৭৬ কোটি টাকা পাবেন।

প্রত্যেক মাসে অল্প টাকা বিনিয়োগ করেই তিনি কোটিপতি হয়ে যাবেন। তবে কোনও ব্যক্তি যদি নিজের বেতন বৃদ্ধির সঙ্গে নিজের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করেন তাহলে ৩০ বছর হওয়ার আগেই নিজের কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করে ফেলবেন। ধরে নেওয়া যাক, কেউ যদি প্রত্যেক বছর নিজের বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ বাড়ান, তাহলে কী হবে?

একজন ব্যক্তি প্রথম বছরে যদি SIP-এর মাধ্যমে ৫০০০ টাকা বিনিয়োগ করে থাকেন এবং প্রত্যেক বছর ১০% করে নিজের বিনিয়োগের অঙ্ক বৃদ্ধি করেন তাহলে ২০,২৫ এবং ৩০ বছরে সেই ব্যক্তি কত টাকা জমাতে পারবেন জানেন? ২০ বছরে তাঁর বিনিয়োগ হবে ৩৪.৩৬ লাখ টাকা। মূলধন লাভ হিসেবে তিনি পাবেন ৬৫.০৭ লাখ এবং বিনিয়োগের মোট মূল্য হবে ৯৯.৪৪ লক্ষ টাকা।

অপরদিকে ২৫ বছরের বিনিয়োগের অঙ্ক হবে ৫৯ লক্ষ টাকা, মূলধন লাভ এবং বিনিয়োগের মোট মূল্য হবে যথাক্রমে ১.৫৫ কোটি টাকা এবং ২.১৪ কোটি টাকা। আর সংশ্লিষ্ট ব্যক্তি যদি নিজের বিনিয়োগ আরও ৫ বছর বৃদ্ধি করে ৩০ বছর করে দেন তাহলে তাঁর বিনিয়োগের অঙ্ক হবে ৯৮.৭০ লক্ষ টাকা। মূলধন লাভ এবং বিনিয়োগের মোট মূল্য হবে যথাক্রমে ৩.৪৩ কোটি টাকা এবং ৪.৪২ কোটি টাকা।

Leave a Comment