কোথাও যেতে লাগবে না, নিজের পাড়ায় ব্যবসা করেই হবে লক্ষীলাভ! রইল ৪টি সেরা বিজনেজ আইডিয়া

অতিরিক্ত কিছু টাকা উপার্জন করতে কমবেশি সকলেই চায়। সেই জন্য বর্তমানে চাকরির পাশাপাশি অনেকেই ব্যবসা (Business Idea) করেন। এমন অনেক ব্যবসা আছে যেগুলো কম টাকা বিনিয়োগে শুরু করা যায়, অথচ একবার দাঁড়িয়ে গেলে দু’হাতে উপার্জন হয়। পরবর্তীকালে লাভ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসাও সম্প্রসারণ করা যায়। আজকের প্রতিবেদনে এমনই ৪টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Amazing Business Plans) নিয়ে এসেছি আমরা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

Low Investment High Profit Business

আজ আমরা যে ব্যবসাগুলির খোঁজ নিয়ে এসেছি তা শহর-গ্রাম দুই জায়গাতেই শুরু করা যায়। এগুলি শুরু করতে খুব একটা টাকার দরকার হয় না। পাশাপাশি পুরুষ-মহিলা উভয়েই এই ব্যবসা করতে পারেন। সেই ব্যবসাগুলি কী কী? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

Handmade Goods Business

হাতে তৈরি সামগ্রী বিক্রি (Handmade Product Business)

বর্তমানে হ্যান্ডমেড জিনিসপত্রের কদর প্রচুর। আপনি চাইলে পাটের তৈরি জিনিস তৈরি করতে পারেন। এগুলি যেমন পরিবেশবান্ধব এবং পুনরায়ব্যবহার যোগ্য, তেমনই এর চাহিদাও ব্যাপক। গ্রাম হোক বা শহর দুই জায়গাতেই পাটের তৈরি সামগ্রী বিক্রি করে ভালো টাকা আয় করতে পারেন।

আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই নামমাত্র সুদে পাবেন ব্যাঙ্ক লোন! দেখে নিন বাড়ি বসেই আবেদনের পদ্ধতি

মুদিখানা দোকান (Grocery Shop)

উচ্চবিত্ত, মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত- প্রত্যেক বাড়িতেই মুদিখানা সামগ্রী লাগে। আপনি চাইলে নিজের পাড়ায় একটি মুদিখানা দোকান খুলে বসতে পারেন। চেষ্টা করবেন নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী রাখার। তাহলেই দেখবেন আস্তে আস্তে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Grocery Business

মিল বসানো (Mill)

গ্রামে ধান, গম, ভুট্টার মতো ফসল উৎপাদিত হয়। তবে এগুলি প্রক্রিয়াকরণ হয় মূলত শহরের মিলগুলিতে। তাই আপনি চাইলে গ্রামে একটি মিল বসাতে পারেন। তাহলে গ্রামের মানুষরা সেখান থেকেই প্রক্রিয়াকরণের কাজ করে নিতে পারবেন। এতে একদিকে যেমন গ্রামের মানুষদের জার্নি করে শহরে আসতে হবে না, অন্যদিকে আপনার ভালো টাকা আয় হবে।

আরও পড়ুনঃ রেলের সাথে ব্যবসা করে মালামাল হতে চান? ৮০,০০০ পর্যন্ত আয় করতে চাইলে আজই আবেদন করুন

সেলুন (Saloon Business)

সেলুন এমন একটি ব্যবসা যার ডিম্যান্ড সারা বছরই থাকে। গ্রাম হোক বা শহর, যে কোনও জায়গায় আপনি এই ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে দোকান, চুল কাটার মেশিন সহ অন্যান্য সামগ্রী কিনতে আপনাকে কিছু টাকা বিনিয়োগ করতে হবে। তবে ব্যবসা দাঁড়িয়ে গেলে সেটা পুষিয়ে যাবে।

Leave a Comment