বাড়ি বসে আয় করুন ৪০,০০০ টাকা! এই ব্যবসা শুরু করে হয়ে যান মালামাল

প্রযুক্তিচালিত এই যুগে ফোন থেকে শুরু করে ঘরবাড়ি, সবকিছুই স্মার্ট হয়ে গিয়েছে। বাদ যায়নি ব্যবসাও (Business Idea)! যত সময় যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে স্মার্ট বিজনেসের (Smart Business Idea) কদর! আজকের প্রতিবেদনে এমনই একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি আমরা। যেখানে ঘরে বসে আপনি আয় করতে পারবেন মোটা টাকা।

Smart Business Ideas

আজ আমরা যে ব্যবসার খোঁজ নিয়ে এসেছি তা একটি নতুন যুগের ব্যবসা (Business Idea)। বর্তমান সময় স্মার্ট বাড়ির চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। আর এই স্মার্ট বাড়ির ব্যবসা (Smart Home Business) করেই আপনি মাস গেলে আয় করতে পারবেন মোটা টাকা। হোম অটোমেশন স্টার্টআপ পঙ্গোহোম নামের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে সেই সুযোগ।

Business Ideas from Home

স্বল্প বিনিয়োগে মোটা টাকা আয়! (Business with Minimum Investment)

পঙ্গোহোম শুধু নয়, আপনি এই ধরণের যে কোনও প্রতিষ্ঠানের ডিলারশিপ কিংবা ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন। এই স্মার্ট বিজনেসের (Smart Business Idea) সুবিধা হল, এখানে স্বল্প টাকা বিনিয়োগ করে আপনি দুর্দান্ত রিটার্ন পেতে পারেন। শুধু তাই নয়, নিজের ব্যবসার মাধ্যমে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগও করে দিতে পারেন।

আরও পড়ুনঃ ৫ লাখে বিক্রি হচ্ছে পুরোনো ১০০ টাকার নোট! আপনার কাছে আছে? জানুন বিক্রির পদ্ধতি

ডিলারশিপে বিনিয়োগ (Dealership Business)

স্মার্ট বাড়ির এই ব্যবসায় এই মুহূর্তে পঙ্গোহোম অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান। এই সংস্থা বর্তমানে ৬০,০০০ টাকায় ডিলারশিপ দিচ্ছে। যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে চান তাহলে দিতে হবে ৫.৫০ লাখ টাকা। পঙ্গোহোমের প্রতিষ্ঠাতা মহাদেব কুর্ছাদের এই প্রসঙ্গে বলেন, আমরা কোনও প্রকার টার্গেট দিই না, কোনও রকম বিধিনিষেধও আরোপ করি না। যারা অর্থ উপার্জন করতে পারেন শুধু তাঁদের আরও ভালো সুযোগ দিই।

এই মুহূর্তে গোটা দেশে পঙ্গোহোমের ৪০টিরও বেশি ডিলারশিপ আছে। এছাড়া মহারাষ্ট্র, আসান, কর্ণাটক সহ নানান রাজ্য মিলিয়ে প্রায় ১২,০০০ জনেরও বেশি গ্রাহক আছে। আপনি যদি এই সংস্থার ডিলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ মাস গেলে লাখ টাকা আয়! হেভি ডিমান্ডের এই ব্যবসা শুরু করলে একমাসেই হবেন মালামাল

কোন সামগ্রী বিক্রি করতে হবে?

উপরিউক্ত সংস্থা আপনার বাড়িকে স্মার্ট হোম করে তুলতে সাহায্য করে। এই সংস্থা আপনার বাড়ির সুইচ বোর্ডে একটি জিনিস ফিট করে দেয়, যার দ্বারা আপনি নিজের স্মার্ট ফোনের মাধ্যমে ঘরে লাইট জ্বালাতে কিংবা নেভাতে, ফ্যানের স্পিড বাড়াতে কিংবা কমাতে পারবেন। ডিলারশিপ নিলে এই ধরণের সামগ্রীই বিক্রি করতে হবে। এখনও পর্যন্ত পঙ্গোহোম বাজারে মোট ৩ ধরণের সামগ্রী এনেছে। যথা-

  1. হোম অটোমেশন সামগ্রী- এর দ্বারা আপনি নিজের বাড়িকে স্মার্ট হোম করে তুলতে পারবেন।
  2. কৃষি অটোমেশন- এর দ্বারা কৃষকরা স্মার্ট ফোনের মাধ্যমে মোটর চালু করতে পারবেন এবং সেচের কাজ করতে পারবেন।
  3. এছাড়া সেন্সর টিউব লাইট, স্মার্ট টিউব লাইট, ডে নাইট সেন্সর লাইটের মতো সামগ্রীও বিক্রি করে এই সংস্থা।

কত টাকা আয় হবে?

রান্নাঘর, হল, শোবার ঘর সহ একটি বাড়িকে স্মার্ট হোম করে তোলার জন্য ১০,০০০ টাকা মতো খরচ হয়। যদি আপনি একটিমাত্র ঘরের লাইট এবং ফ্যান মোবাইলের দ্বারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার ৩২০০ টাকা মতো লাগবে। এক্ষেত্রে আপনি যদি মাসে ১০-১৫ জন গ্রাহক পান, তাহলে মাস গেলে সহজেই ৩০,০০০-৪০,০০০ টাকা আয় করতে পারবেন।

Leave a Comment