বিনা কারণে জ্বললেও দিতে হয় বিল! ছোট্ট এই লাল আলোর খরচ প্রতিমাসে কত জানেন?

বর্তমানে অধিকাংশ বাড়িতেই স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Meter) রয়েছে। পুরনো মিটার এখন আর নেই বললেই চলে। এই স্মার্ট ইলেকট্রিক মিটার (Electric Meter) একটু ভালো করে দেখলে চোখে পড়বে এর ভেতর একটা ছোট্ট লাল রঙের আলো (Red Light) জ্বলে। কখনও কি ভেবে দেখেছেন, এই লাল আলোর কাজ কি? এই আলোর জন্যেও কি বিল দিতে হয়? কারণ দিন হোক বা রাত, এই ছোট্ট আলো তো সবসময় জ্বলতে থাকে!

আসলে স্মার্ট ইলেকট্রিক মিটারে এই লাল রঙের (Electric Meter Red Light) আলো থাকার একটি কারণ আছে। মিটারটি যে ঠিকভাবে চলছে তা বোঝা যায় এই লাল আলো দেখে। যদি কোনও মিটারের লাল আলো নিভে গিয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হয় সেই স্মার্ট ইলেকট্রিক মিটারে কোনও প্রকার সমস্যা হয়েছে। আপনি কি জানেন, মিটারের মধ্যে থাকা এই লাল আলোর (Red Light) জন্যেও কিন্তু আপনাকে বিল দিতে হয়? অঙ্কটা মাথা বনবন ঘোরার জন্য যথেষ্ট!

Electric Meter

মিটারের লাল আলোর জন্যে গ্রাহককে দিতে হয় টাকা!

স্মার্ট ইলেকট্রিক মিটারের ভেতরের এই লাল আলোর সাইজ ছোট্ট হলেও, এর জন্যেও গ্রাহককে মাস গেলে বিল দিতে হয়। তিন মাস অন্তর যখন বিল (Electric Bill) আসে তখন লাল আলোর টাকাও কিন্তু ধরা থাকে! এখন প্রশ্ন জাগতেই পারে, এই ছোট্ট আলোর জন্য মাস গেলে কত বিদ্যুৎ পুড়তে পারে?

আরও পড়ুনঃ বদলে গেল নিয়ম, জমি না থাকলেও করতে পারবেন বাড়ি! আমজনতার জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

আগেই বলে রাখি, বিশেষজ্ঞদের হিসেব জানলে আপনি চমকে উঠতেই পারেন। কারণ এতদূর পড়ার পর মনে হতেই পারে, ছোট্ট এই আলোর (Red Light) জন্য কত টাকাই বা আর দিতে হবে! কিন্তু সেই অঙ্কটা সত্যিই অবাক করা।

কত টাকা দিতে হয় গ্রাহকদের?

বিশেষজ্ঞদের হিসেব অনুসারে, স্মার্ট ইলেকট্রিক মিটারের (Smart Electric Meter) ভেতরে থাকা ওই ছোট্ট লাল আলোর জন্য প্রত্যেক মাসে ১ ইউনিট মতো কারেন্ট ব্যয় হয়। বর্তমানে ১ ইউনিট বিদ্যুতের মূল্য মোটামুটি ৮ টাকা মতো। এখন নিশ্চয়ই ভাবছেন, মাস গেলে ৮ টাকা খরচ হলে চিন্তার কী আছে? তবে সম্পূর্ণ হিসেব বলার পর আপনিও চমকে যেতে পারেন।

আরও পড়ুনঃ বউ থাকলেই সোনায় সোহাগা! জয়েন্ট অ্যাকাউন্টে পাবেন এত্ত সুবিধা, শুনলে আপনিও চমকে যাবেন

বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতেই স্মার্ট ইলেকট্রিক মিটার (Electric Meter) রয়েছে। তাহলে ভেবে দেখুন একটা পাড়া থেকে বিনা কারণে প্রত্যেক মাসে কত টাকা দিতে হচ্ছে! কারণ প্রায় প্রত্যেকটি বাড়িতেই বর্তমানে এই ধরণের মিটার আছে। লক্ষাধিক বাড়ির প্রত্যেক মিটারের ভেতর এই লাল আলো জ্বলছে। তাই এই আলোর টাকা সবাইকে দিতে হয়। এই হিসেবে বলা হলে অঙ্কটা গিয়ে দাঁড়ায় কয়েক কোটিতে!

Leave a Comment