দোল উপলক্ষে বড় ঘোষণা রেলের, প্রকাশ্যে এল ব্যস্ত রুটে ৬টি নতুন ট্রেনের সময়সূচি!

সামনেই রঙের উৎসব দোল। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন লক্ষ লক্ষ মানুষ। উদ্দেশ্যে দোলের দিনটা কাটবে  পরিবারের সাথে। কিন্তু এই খুশিতে বাঁধা হয়ে দাঁড়ায় ট্রেনের টিকিট। হাই ডিমান্ডের কারণে এই সময় প্রায় সমস্ত ট্রেন ফুল, লম্বা ওয়েটিং লিস্ট। তবে এবার যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)।

প্রতিবছরেই হোলির সময় ট্রেনের টিকিটের আকাল দেখা যায়। তবে এবছর সেই অসুবিধা যাতে না হয় তার জন্য সুখবর দিল রেল। কি সেই খবর? সেটা হল হোলি স্পেশাল ৬টি ট্রেন (Holi Special Train 2024) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টার্ন রেলের (Eastern Railway) পক্ষ থেকে। তাও ৬টি ভিন্ন রুটে।

Express Train Crowd

কবে ও কোন রুটে চলবে ট্রেন? আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরব। আপনি যদি পুরি যাওয়ার জন্য টিকিট কাটার কথা ভাবছেন, বা বিহারের দিকে যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই সময় বেশিরভাগ ট্রেনেই টিকিট পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে যায়। তবে সেই দুশ্চিন্তা দূর করে একাধিক ট্রেনের ঘোষণা করেছে রেল। চলুন নতুন এই ট্রেনের রুট ও সময়সূচিঃ

আরও পড়ুনঃ শুরু থেকেই হবে লক্ষ টাকা আয়! গরমে স্বল্প পুঁজির এই ব্যবসা শুরু করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি

রেলের বিজ্ঞপ্ত অনুযায়ী শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে হোলি স্পেশাল ট্রেন চালানো হবে।

  • শিয়ালদহ-গোরক্ষপুর হোলি স্পেশাল – ২২শে মার্চ সন্ধ্যে ৬.১৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
  • কলকাতা-জয়নগর হোলি স্পেশাল – ২২শে মার্চ রাত্রি ১১.৫৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে।
  • মালদহ-আনন্দবিহার হোলি স্পেশাল – ২৫শে মার্চ মালদহ থেকে সকাল ৯.৩০ টায় ছাড়বে এই ট্রেনটি।
  • শিয়ালদহ-গয়া হোলি স্পেশাল – ২৪শে মার্চ রাত্রি ৯টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।
  • শিয়ালদহ-পুরী হোলি স্পেশাল – ২৮শে মার্চ রাত ১১.৫০ মিনিটে ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে।
  • মালদহ-বালসাদর হোলি স্পেশাল – এই ট্রেনটি ২৪ ও ৩১ মার্চ মালদহ থেকে সকাল ৯.৩০ মিনিটে ছাড়বে।

Leave a Comment