এবছর দিলে সামনের বছর ডাবল! রেলের এই শেয়ার টাকা লাগালেই হু হু করে বাড়বে সম্পত্তি

বর্তমান সময়ে মানুষের কাছে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে। কেউ ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নিজের টাকা রাখেন, কারোর আবার পছন্দ শেয়ার মার্কেট (Stock Market)। তবে যেখানেই টাকা রাখা হোক না কেন, বিনিয়োগের (Investment) সময় প্রত্যেকের মাথাতেই রিটার্নের বিষয়টা আসে। আপনি যদি স্বল্প মেয়াদে মোটা টাকা রিটার্ন (Huge Returns) পাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে আসতে পারেন।

গত বছর রেলওয়ে সেক্টরের প্রতিষ্ঠানগুলি ব্যাপক রিটার্ন দিয়েছে। গত ১২ মাসে রেলওয়ে সেক্টরে দারুণ বৃদ্ধি পাওয়া শেয়ারগুলির মধ্যে অন্যতম হল জুপিটার ওয়াগনস লিমিটেড (Jupiter Wagons Limited)। এবার এই স্টক নিয়েই সামনে এল একটি বিরাট খবর। কী সেই খবর? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Stock Market News about Share with Great Potential

রেলওয়ে সেক্টরের শেয়ারের ব্যাপক বৃদ্ধি! (Big Growth in Railway Sector Shares)

গত এক বছরে বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে রেলওয়ে সেক্টরের বেশ কিছু স্টক। তার মধ্যে অন্যতম হল জুপিটার ওয়াগনস লিমিটেড (Jupiter Wagons Limited) সংস্থার শেয়ার। ডিসেম্বর মাসের প্রান্তিকে এই প্রতিষ্ঠানের দারুণ পারফরম্যান্স হয়েছে। তাই অনেকেই অনুমান করছেন, বিনিয়োগকারীদের টাকা বছরখানেকের মধ্যেই ডাবল হয়ে যাবে! এসব বিষয় আগে থেকে বলা অবশ্য বেশ কঠিন। তবে একথা ঠিক, ত্রৈমাসিক ফলাফল ঘোষণার পর এই শেয়ারের ঊর্ধ্ব গতি পরিলক্ষিত হয়েছে।

ডিসেম্বর ত্রৈমাসিকে উপরিউক্ত সংস্থার ফলাফল বেশ ভালো ছিল। গত বছর অক্টোবর-ডিসেম্বর মাসে জুপিটার ওয়াগনস লিমিটেডের আয় ছিল ৮৯৫.৮৩ কোটি টাকা। গত বছর একই সময়ে সেই অঙ্ক ছিল ৬৪৪.৪০ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের থেকে এই বছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় প্রায় ৩৯% বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ ৫০০-১০০০ অতীত, এবার রাজ্যের মহিলাদের ৩০০০০ দেবে সরকার! আজই করুন আবেদন

শেয়ারের দাম কত?

গত বছর এবং এই বছরের নিট প্রফিটের যদি তুলনা করা হয়, তাহলে এই বছর আগের থেকে বেশি নিট মুনাফা অর্জন করছে জুপিটার ওয়াগনস লিমিটেড। ২০২৩ সালে ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নিট প্রফিট ছিল ৪৪.৫৯ কোটি টাকা। এই বছর একই সময়ে নিট প্রফিট হয়েছে ৮১.৪৬ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছর নিট প্রফিটও ভালো রকম বৃদ্ধি পেয়েছে।

এখন প্রশ্ন হল, শেয়ারের মূল্য কত? এক্ষেত্রে বলে রাখি, গত শুক্রবার জুপিটার ওয়াগনস লিমিটেডের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল। প্রায় ৫% বেড়ে ৪১৫ টাকার স্তরে গিয়ে পৌঁছেছিল এই শেয়ার। তবে বাজার বন্ধ হওয়ার সময় সংশ্লিষ্ট সংস্থার প্রত্যেকটি শেয়ারের দাম ছিল ৪০৫.৫০ টাকা। প্রসঙ্গত, গত এক মাসে এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ১৮% রিটার্ন দিয়েছে।

আরও পড়ুনঃ ৫ মিনিটে ১ লাখ দেবে SBI! গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ বাজার কাঁপানো অফার আনল স্টেট ব্যাঙ্ক

যদি গত ৬ মাসের নিরিখে বলা হয়, তাহলে এই সময়কালে এই শেয়ারের দাম ৮২.২৫% বেড়েছে। শুধু তাই নয়, যে বিনিয়োগকারীরা বছর খানেক আগে এই শেয়ারে বিনিয়োগ করেছিলেন তাঁরা ৩০৩.২৯% বিরাট রিটার্ন পেয়েছেন। অর্থাৎ এক বছরের মধ্যেই তাঁদের বিনিয়োগের অর্থ প্রায় ৪ গুণ হয়ে গিয়েছে!

বিঃ দ্রঃ আমরা SEBI নিবন্ধিত আর্থিক পরামর্শদাতা নই। এই প্রতিবেদনটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশে লেখা হয়েছে। বিনিয়োগ করার জন্য কোনও প্রকার পরামর্শ এখানে প্রদান করা হচ্ছে না। বিনিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজের। আপনি চাইলে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নিতে পারেন।

Leave a Comment