স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লাখ টাকা পেয়েছেন? ঝটপট চেক করে নিন ব্যালেন্স, রইল পদ্ধতি

পশ্চিমবঙ্গ নিবাসী মানুষদের মুখে দিকে চেয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কোনও দিন থেকে যাতে রাজ্যবাসীর অসুবিধা না হয় সেটা সুনিশ্চিত করেছেন তিনি। রাজ্যবাসীর স্বাস্থ্যের দিকে নজর দিয়ে যেমন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) প্রচলন করেছেন। রাজ্যের প্রত্যেক পরিবার পিছু একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং সেই পরিবারের কোনও সদস্য যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে চিকিৎসার যাবতীয় খরচ এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ নিবাসী অধিকাংশ পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। তবে অনেকেই জানেন না, স্বাস্থ্যসাথী কার্ডে মোট অঙ্ক (Swasthya Sathi Card Balance) ধার্য করা আছে। অসুস্থ হয়ে পড়লে এই ধার্য অঙ্কের চেয়ে বেশি টাকা খরচ হলে তার দায়ভার পেশেন্টের পরিবারকেই নিতে হয়। এখন প্রশ্ন হল স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কীভাবে চেক (Swasthya Sathi Card Balance Check) করে? কার্ডে কত টাকা রয়েছে সেটা জানা যায় কীভাবে? আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই তুলে ধরা হল।

স্বাস্থ্য সাথী কার্ডে ব্যালেন্স চেক করার পদ্ধতি : Swasthya Sathi card balance check

স্বাস্থ্যসাথী কার্ডে কীভাবে ব্যালেন্স চেক করবেন?

স্বাস্থ্যসাথী কার্ডে ব্যালেন্স চেক করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। নিম্নে স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি তুলে ধরা হল।

আরও পড়ুনঃ নববর্ষের বড় উপহার দিল রাজ্য সরকার, ট্যাক্স মুকুব করতেই আনন্দে আত্মহারা রাজ্যবাসী!

  1. প্রথমে প্লে স্টোরে গিয়ে Swasthya Sathi অ্যাপ ডাউনলোড করতে হবে। বলে রাখি, এই অ্যাপ কিন্তু শুধুমাত্র মোবাইল ফোনেই ব্যবহার করে যায়। ডেস্কটপ কিংবা ল্যাপটপে হয় না।
  2. অ্যাপ খোলার পর আপনার সামনে Search Hospital অপশন আসবে। সেটাকে স্কিপ করলেই আপনি মুখ্য অংশে চলে আসবেন।
  3. ব্যালেন্স চেক করার জন্য এরপর আপনাকে URN Verification লেখায় ক্লিক করতে হবে।
  4. আপনি কোন জেলার বাসিন্দা সেটা আপনাকে লিখতে হবে।
  5. প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ডের নিম্নে URN Number লেখা থাকে। সেটি যথাযথভাবে টাইপ করুন।
  6. এরপর Show Data লেখা অংশে ক্লিক করলেই আপনি অনলাইন ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন।

আপনার পরিবারের কোন কোন সদস্য এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভোগ করতে পারবেন তাঁদের নাম এই অংশে আপনি দেখতে পাবেন। এরপর নীচে দেওয়া View Balance Status-এ ক্লিক করলে আপনি আপনার কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন। সেই সঙ্গেই কার্ডে কত টাকা খরচ হয়েছে সেটাও দেখতে পাবেন।

স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা বরাদ্দ থাকে?

প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড পিছু ৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ থাকে। এবার শারীরিক অসুস্থতা কতখানি জটিল তার ওপর নির্ভর করে এই বরাদ্দ অর্থ খরচ করা হয়। যে টাকা খরচ হয় সেই টাকা কার্ডের বরাদ্দ অর্থ থেকে বাদ হয়ে যায়। বলে রাখি, এর মধ্যে কিছু অর্থ হয়তো রোগীর পরিবারকে দিতে হতে পারে। তবে এটা নির্দিষ্ট হাসপাতালের ওপর নির্ভরশীল।

আরও পড়ুনঃ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে পাবেন ১০০০০ টাকা! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

অফিশিয়াল ওয়েবসাইটঃ https://swasthyasathi.gov.in/

অ্যাপের লিঙ্কঃ অ্যাপ ডাউনলোড করুন

Leave a Comment