এই তিন স্কিমে বিনিয়োগ করলে সুরক্ষিত হবে ছেলেমেয়ের ভবিষ্যৎ, সন্তান সাবালক হলে মিলবে ৭০ লাখ টাকা!

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় প্রত্যেক মা-বাবা। ছেলেমেয়ের জন্মের সঙ্গে সঙ্গে তার ফিউচার নিয়ে ভাবতে শুরু করে দেন অভিভাবকেরা। পড়াশোনা থেকে শুরু করে বিয়ে, সন্তান যাতে সবেতে সেরাটা পায় তা নিশ্চিত করতে চায় প্রত্যেক বাবা-মা। আপনিও যদি নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে বিনিয়োগ করতে পারেন তিনটি স্কিমে (Investment Scheme)। সেখানে টাকা রাখলে পাওয়া যাবে চোখধাঁধানো রিটার্ন! চলুন আর দেরি না করে এই স্কিমগুলির (Scheme) সম্বন্ধে জেনে নেওয়া যাক।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে আপনি বছরে ২৫০ টাকা থেকে ১.৫ লাখ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আপনার মেয়ের বয়স যদি ১০ বছরের কম হয় তাহলে আপনি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যত তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলবেন তত বেশি সুবিধা হবে আপনার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয় এবং এই স্কিমের মেয়াদ ২১ বছরে উত্তীর্ণ হয়।

Systemetic Investment Plan or SIP for Growing Money

সেই হিসেবে আপনি যদি আপনার সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তাহলে আপনার শিশুর বয়স যখন ২১ বছর হবে তখন এই স্কিমের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এবার ধরুন, আপনি নিজের মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) প্রত্যেক বছর ১.৫ লাখ টাকা জমা করেন। এই হিসেবে ১৫ বছরে আপনার সঞ্চয় করা টাকার পরিমাণ হবে ২২,৫০,০০০ টাকা। এখন এই প্রকল্পে ৮.২% হারে সুদ প্রদান করা হচ্ছে। অর্থাৎ ২১ বছর পর শুধুমাত্র সুদ হিসেবে আপনি ৪৬,৭৭,৫৭৮ টাকা পাবেন। তাহলে সব মিলিয়ে ম্যাচুরিটির সময় আপনার প্রাপ্য টাকা হবে ৬৯,২৭,৫৭৮ টাকা অর্থাৎ প্রায় ৭০ লাখ টাকা।

আরও পড়ুনঃ ৫ বছর টাকা রেখে পাবেন ২১ লাখ রিটার্ন! এই স্কিমে বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

সোভেরিয়ান গোল্ড বন্ড (Sovereign Gold Bond)

এমন অনেক মানুষ আছেন যারা সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন। সোনার দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এতে বিনিয়োগের চাহিদাও দিন দিন বাড়ছে। যে কোনও সাধারণ মানুষ পোস্ট অফিস, ব্যাঙ্ক, অনলাইন এবং অফলাইন থেকে এই গোল্ড বন্ড কিনতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, সোভেরিয়ান গোল্ড বন্ড আরবিআই (RBI) দ্বারা জারি করা একটি সরকারি স্কিম। এখানে বিনিয়োগ করলে বছরে ২.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এখানে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর প্যান কার্ড, ডিম্যাট অ্যাকাউন্ট লাগে।

আরও পড়ুনঃ নামমাত্র বিনিয়োগে পান ২৫ লাখ রিটার্ন! দেশবাসীর জন্য মালামাল স্কিম নিয়ে এল LIC

সোভেরিয়ান গোল্ড বন্ড (Sovereign Gold Bond) কেনার একাধিক সুবিধা রয়েছে। এক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্সে ছাড় পাওয়া যায়। এগুলি সহজেই স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যায়। সোভেরিয়ান গোল্ড বন্ড নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে কেনা যায়। পেমেন্ট ব্যাঙ্ক, ছোট আর্থিক ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি বাদে। SHCIL, স্টক এক্সচেঞ্জ, মনোনীত পোস্ট অফিস থেকে কেনা যায়। তবে সোভেরিয়ান গোল্ড বন্ড কেনার সর্বোচ্চ সীমা রয়েছে।

মিউচুয়াল ফান্ড (Mutual Fund)

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে আপনি মিউচুয়াল ফান্ডেও (Mutual Fund) বিনিয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র ফর্মে সন্তানের নাম লিখে দিলে বিনিয়োগের প্রক্রিয়া বৈধ হিসেবে গণ্য করা হবে না। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয়। সন্তান যদি নাবালক হয় তাহলে কীভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয় এই বিষয়ে জানার জন্য অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Comment