ভুয়ো SMS-স্প্যাম কলের জ্বালায় অতীষ্ট? এই সরকারি অ্যাপ ডাউনলোড করলেই বন্ধ হবে হবে জ্বালাতন

ভুয়ো SMS কিংবা স্প্যাম কলের (Spam Call) জন্য তিতিবিরক্ত হয়ে গিয়েছেন বহু মানুষ। ট্রাইয়ের (TRAI) কড়াকড়ির পর এগুলির সংখ্যা আগের চেয়ে কমলেও এখনও পুরোপুরি হ্রাস পায়নি। আপনিও যদি এহেন মেসেজ এবং ফোন কলের জন্য বিরক্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে নিজের স্মার্টফোনে ডাউনলোড করুন একটি অ্যাপ (App)। ভুয়ো SMS এবং স্প্যাম কলের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।

এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু নিজের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর (Google Play Store) অথবা অ্যাপ স্টোরে (App Store) যেতে হবে এবং সেখান থেকে ট্রাইয়ের একটি অ্যাপ (TRAI DND 3.0) ডাউনলোড করতে হবে। এরপর সেই অ্যাপটি নিজের ফোনে ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলতে হবে। তাহলেই ভুয়ো SMS এবং স্প্যাম কলের সমস্যা থেকে মুক্তি পাবেন।

How to Stop Unwanted Spam Calls

Do Not Disturb App to Prevent SPAM Calls & Messeges

অবাঞ্ছিত ফোন কল (Spam Call) এবং ভুয়ো SMS (Fake Messages) থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে তা হল TRAI DND 3.0। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরেই ট্রাইয়ের (Telecom Regulatory Authority of India) তৈরি এই অ্যাপ আপনি পেয়ে যাবেন। কীভাবে এই অ্যাপটি ইনস্টল করতে হবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে নিজের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যেতে হবে। সেখান থেকে TRAI DND 3.0 অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
  2. ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি খুলুন এবং নিজের মোবাইল নম্বর লিখুন।
  3. এবার সেই মোবাইল নম্বরে পাঠানো OTP যথাস্থানে টাইপ করুন এবং সাইন ইন করুন।
  4. সাইন ইন করলেই আপনার ফোন নম্বর DND List-এ যোগ করে দেওয়া হবে । এরপর থেকে সংশ্লিষ্ট নম্বরে আসা ভুয়ো SMS এবং স্প্যাম কলগুলি ব্লক করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ এই ৫ টাকার নোট বেচে লাখপতি হতে পারেন আপনিও! কিভাবে? দেখে নিন বিক্রির পদ্ধতি

এই অ্যাপের কিছু বৈশিষ্ট্য

TRAI DND 3.0 অ্যাপের আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন তা দেখে নেওয়া যাক।

  • এই অ্যাপের দ্বারা আপনি DND স্পেসিফিকেশন সেট করতে পারবেন। যেমন ধরুন- আপনি স্রেফ বিশেষ ব্যবসায়িক বার্তা এবং ফোনকলগুলি পেতে চাইলে তা সিলেক্ট করতে পারেন।
  • আপনি চাইলে ভুয়ো SMS এবং স্প্যাম কল সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন।
  • অভিযোগের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ আধার কার্ড আর জন্মের প্রমাণ পত্র নয়! EPFO এর ঘোষণায় চিন্তায় লক্ষাধিক কর্মী, দেখুন সমাধান

সব মিলিয়ে বলা যায়, ট্রাইয়ের এই অ্যাপ যেমন একদিকে ভুয়ো SMS এবং স্প্যাম কল থেকে মুক্তি পেতে সাহায্য করে। তেমনই এটি ব্যবহার করাও বেশ সহজ। নিচে অ্যাপটি ডাউনলোডের প্লেস্টোর লিঙ্ক দেওয়া রইল।

Leave a Comment