স্বল্প খরচে স্বর্গসুখ, জলের দরে ঘুরুন দার্জিলিং! রইল নামমাত্র খরচে সেরা বাজেট হোটেলের হদিশ

শীত পড়ার সঙ্গেই অনেকেই দার্জিলিং (Darjeeling) ঘুরতে চলে গিয়েছেন। জানুয়ারির এই ঠাণ্ডায় যেন পাহাড়ে পর্যটকদের ভিড় দেখার মতো। তবে পাহাড় যাবো ভাবলেই তো আর চলে যাওয়া যায় না! অনেক সময় সেই পথে বাধা হয়ে দাঁড়ায় দার্জিলিংয়ের বাজেট হোটেল (Budget Hotels in Darjeeling)! তবে এবার আর চিন্তা নেই। কারণ স্বল্প বাজেটেই আপনি ঘুরে ফেলতে পারবেন নিজের পছন্দের ডেস্টিনেশন।

শীত (Winter), গ্রীষ্ম হোক বা বর্ষা- পাহাড়প্রেমী মানুষদের সব মরসুমেই দার্জিলিং (Darjeeling) ভালোলাগে। সেই কারণে জানুয়ারির এই কনকনে ঠান্ডাতেও অনেকে পাহাড় চলে গিয়েছেন। পর্যটকদের ভিড়ের সঙ্গে হোটেলের ভাড়াও খানিকটা বেড়েছে! তবে এবার আর সেসবের চিন্তা করতে হবে না। কারণ মাত্র ৩০০ টাকাতেই আপনি দার্জিলিংয়ে থাকতে পারবেন! তাও আবার থাকা-খাওয়া মিলিয়ে।

West Bengal Govt Holiday Home in Darjeeling

৩০০ টাকায় দার্জিলিংয়ে ! (Cheap Holiday Homes in Darjeeling)

সব ধরণের মানুষের বাজেটের কথা ভেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে দার্জিলিংয়ে হলিডে হোম (Holiday Home) খোলা হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মরসুমেই আপনি সেখানে গিয়ে উঠতে পারবেন। এখানে স্বল্প খরচে ভালো মানের পরিষেবা পাবেন গ্রাহকরা। পর্যটকদের জন্য এখানে সব ধরণের বন্দোবস্ত করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ আরও সহজ বিদেশ ভ্রমণ! ভারতীয় পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়া ঘুরতে যেতে পারেন এই দেশগুলিতে

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে দার্জিলিংয়ে যে হলিডে হোম খোলা হয়েছে সেখানে মোট ১৩টি ঘর আছে। এর মধ্যে ২ শয্যা এবং ৪ শয্যার ঘর যেমন রয়েছে, তেমনই ৮ শয্যার ডরমেটরিও আছে। অর্থাৎ সব ধরণের ঘরের সুবিধাই এখানে পাবেন পর্যটকরা।

আরও পড়ুনঃ গান্ধীজি নয়, ৫০০ টাকার নোটে থাকবে শ্রীরামের ছবি? RBI কী বলছে দেখুন

সরকারি হলিডে হোম (WB Govt Holiday Home)

থাকার পাশাপাশি এই হলিডে হোমে খাবারদাবারেরও সুবন্দোবস্ত আছে। এই হলিডে হোমের নিজস্ব রেস্তোরাঁ বা ক্যান্টিন আছে। তাই এখানে থাকলে আপনাকে খাবারদাবারের চিন্তা করতে হবে। বলে রাখি, এখানে থাকতে গেলে মাথাপিছু ৩০০ টাকা খরচ পড়বে। চমকের শেষ এখানেই নয়। শ্রমিকদের ক্ষেত্রে এই খরচটা আরও কম। শ্রমিকদের এখানে থাকতে গেলে মাত্র ১০০ টাকা দিলেই হবে। গত ০৭-০১-২০২৪ তারিখে এই হলিডে হোম চালু হয়েছে।

Leave a Comment