হাতের আঙুল না থাকলে কীভাবে তৈরি হয় আধার কার্ড? জেনে রাখুন UIDAI-এর অবাক করা নিয়ম

ভারতবাসীর পরিচয়ের অন্যতম নথি হল আধার কার্ড (Aadhaar Card)। বর্তমানে প্রায় সব অফিশিয়াল কাজের জন্যই আধার কার্ড লাগে। মোবাইল ফোনের সিমকার্ড তোলা হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক সব কিছুতেই প্রয়োজন হয় এই কার্ডটির। তাই আধার কার্ড যদি না থাকে তাহলে সরকারি-বেসরকারি যে কোনও জরুরি কাজে সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ এমনকি সেই কাজ বাধাপ্রাপ্তও হতে পারে।

ভারত দেশের বাসিন্দাদের শনাক্তকরণের জন্য UIDAI দ্বারা এই আধার কার্ডের জারি করা হয়েছিল। হাতের ছাপ, চোখের রেটিনা সহ বায়োমেট্রিক তথ্য দেওয়া এই কার্ড বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের অত্যন্ত জরুরি একটি পরিচয় পত্র। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যাঁদের হাতের আঙুল নেই, তাঁদের আধার কার্ড কীভাবে তৈরি হয়? এক্ষেত্রে জেনে রাখা ভালো, আঙ্গুল ছাড়াও আধার কার্ড তৈরির একটি প্রক্রিয়া আছে।

আঁধার কার্ড : UIDAI Aadhar Card Update

আঙ্গুল না থাকলে কিভাবে আঁধার কার্ড হবে? (How to get Aadhar if Applicant Don’t have Finger)

সাধারণত চোখের রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া তথা হাতের আঙুলের ছাপ নেওয়া কার্ড বানানোর সেই প্রক্রিয়ারই অংশ। বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু যাদের হাতের আঙ্গুল নেই তাদের ক্ষেত্রী কি করা হয়? তবে কি তাঁরা আঁধার কার্ড পাবেন না? না, তাদেরকেও আঁধার কার্ড দিতে হবে। এর জন্য সরকারি বেশ কিছু নিয়ম বানিয়েছে। চলুন সেই বিশেষ নিয়ম দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে

ভারতবর্ষ নিবাসী যদি কোনও ব্যক্তির হাতের আঙুল না থাকে তাহলে সেটিকে একটি বায়োমেট্রিক ব্যতিক্রম বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এরপর  সেখানে গিয়ে তাঁকে আধার কার্ডের জন্য আবেদন করতে হবে। তারপর পরবর্তী পক্রিয়া সম্পন্ন হবে।

আঙুলহীন ব্যক্তির আঁধার কার্ড (Aadhar Card for People having No Finger)

যদি কোনও ব্যক্তি বায়োমেট্রিক ব্যতিক্রম হন, তাহলে অফিসারকে ব্যতিক্রম অপশনে ক্লিক করতে হবে। একই সাথে হাতের আঙ্গুল না থাকার প্রমাণ হিসাবে সেই অংশের একটি ছবি তুলে তা আপলোড করে দিতে হবে। এখান থেকে বোঝা যাবে সেই ব্যক্তির হাতের আঙুল নেই। এভাবেই আঙ্গুল না থাকলেও আঁধার কার্ডের পক্রিয়া শুরু করা হয়।

আরও পড়ুনঃ আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার দিন শেষ! বিপদে পড়ার আগে জেনে নিন নতুন নিয়ম

অফিসারের তোলা সেই ছবি আপলোড হয়ে সোজা UIDAI ওয়েবসাইটে চলে যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ডটি প্রতিবন্ধী ব্যক্তির আধার কার্ড হিসেবে তৈরি হয়। ভারত নিবাসী প্রতিবন্ধী এবং বিশেষভাবে সক্ষম মানুষদের কথা মাথায় রেখে এই নিয়ম জারি করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হয়েছেন লাখ লাখ মানুষ।

প্রসঙ্গত, এপর্যন্ত UIDAI এর তরফ থেকে ২৯ লক্ষ মানুষকে আঁধার কার্ড প্রদান করা হয়েছে। এই ব্যক্তিদের চোখের আইরিশ বা আঙুলের ছাপ নেই। তবে

1 thought on “হাতের আঙুল না থাকলে কীভাবে তৈরি হয় আধার কার্ড? জেনে রাখুন UIDAI-এর অবাক করা নিয়ম”

Leave a Comment