FD-তে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

বর্তমানে বিনিয়োগের প্রচুর অপশন থাকলেও অধিকাংশ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। এই স্কিমে এককালীন টাকা বিনিয়োগ করে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। ব্যাঙ্ক (Bank), পোস্ট অফিস দু’জায়গাতেই ফিক্সড ডিপোজিট করা যায়। তবে ব্যাঙ্ক ভেদে পরিবর্তিত হয় সুদের হার। সম্প্রতি যেমন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) তরফ থেকে FD-তে সুদের হার বাড়ানো হয়েছে।

নতুন বছরে ফিক্সড ডিপোজিটে সুদ বৃদ্ধি

২০২৪ সালের শুরুতে বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rate) বৃদ্ধি করা হয়েছিল। এবার সেই পথে হাঁটলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ইন্টারেস্ট রেট বদল করা হয়েছে। নতুন সুদের হার কত? সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকরা কত হারে সুদ পাবেন? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Union Bank of India has increased the interest rate of Fixed Deposit

সাধারণ নাগরিকদের সুদের হার কত?

সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) তরফ থেকে FD-তে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। নতুন ইন্টারেস্ট রেট গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। বর্তমানে এই ব্যাঙ্কে ৭-৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ৩.৫% সুদ এবং ৩-৫ বছরের কম মেয়াদের FD-র ওপর ৬.৫% হারে সুদ দেওয়া হবে। এই সুদের হার ২ কোটি টাকার কম বিনিয়োগের (Investment) ওপর প্রযোজ্য।

আরও পড়ুনঃ মাথায় হাত গ্রাহকদের, ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! আপনার অ্যাকাউন্ট নেই তো?

প্রবীণ নাগরিকদের সুদের হার কত?

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাধারণ নাগরিকদের থেকে ০.৫% হারে বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা। ৬০ বছরের বেশি সিনিয়র সিটিজেনরা ৩৯৯ দিন মেয়াদের স্কিমে ৭.৭৫% হারে সুদ দিচ্ছে। ৮০ বছরের বেশি তথা সুপার সিনিয়র সিটিজেনদের ০.৭৫% হারে বেশি সুদ দেওয়া হচ্ছে। মেয়াদ পরিবর্তিত হলেও এই ইন্টারেস্ট রেট এক থাকবে। এই হিসেবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সুপার সিনিয়র সিটিজেনরা ৩৯৯ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে ৮% হারে সুদ পাবেন।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

প্রসঙ্গত, যে কোনও ভারতীয় নাগরিক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় FD করতে পাবেন। সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এখানে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। নূন্যতম ৬ মাসের জন্য এখানে বিনিয়োগ করতে হবে। লগ্নিকারী ত্রৈমাসিক কিংবা অর্ধ বার্ষিক হারে সুদ পাবেন।

Leave a Comment