প্রতি পাড়ায় ATM, বাড়ির পাশের দোকান থেকেই তোলা যাবে ব্যাঙ্কের টাকা! আপনি জানেন তো?

যত সময় যাচ্ছে ততই ভারতে বাড়ছে ইউপিআইয়ের (UPI) ব্যবহার। নগদের পরিবর্তে অনলাইনে লেনদেন করতেই স্বচ্ছন্দ বহু মানুষ। যে কারণে অন্য রাজ্যে ঘুরতে গেলে কিংবা কাজের জন্য কোথাও গেলে অনেকেই নিজের সঙ্গে কম ক্যাশ (Cash) রাখেন। এই অবস্থায় হঠাৎ করে নগদের দরকার পড়লেই হয় সমস্যা! হন্যে হয়ে খুঁজতে হয় এটিএম।

তবে এবার এই দিন শেষ হতে চলেছে। কারণ এবার থেকে নগদের দরকার হলে আর এটিএম (ATM) যেতে হবে না। প্রয়োজন পড়বে না ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড। শুধুমাত্র ওটিপি (OTP) তথা ওয়ান টাইম পার্সওয়ার্ড থাকলেই হবে। দেশবাসীর সুবিধার্থে এমনই একটি ‘ভার্চুয়াল এটিএম’ (Virtual ATM) নিয়ে এসেছে একটি ফিনটেক সংস্থা।

Withdaw Money from Local Shops

দোকান থেকে তোলা যাবে টাকা!

বর্তমান সময়ে আমজনতার একটি বৃহৎ অংশ ইউপিআই (UPI) ব্যবহার করেন। নগদের পরিবর্তে অনলাইন লেনদেন করতেই বেশি সুবিধা হয় তাঁদের। তবে আচমকা নগদের (Cash) দরকার পড়লে দেখা দেয় সমস্যা! এই অবস্থায় এটিএম খুঁজতে গিয়ে নাজেহাল হতে হয় অনেককে। আর সেই সময় সঙ্গে যদি ডেবিট কার্ড (Credit Card) কিংবা ক্রেডিট কার্ড (Debit Card) না থাকে তাহলে তো ছেড়েই দিন!

আরও পড়ুনঃ বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি! সমস্যায় পড়ার আগেই দেখে নিন নতুন নিয়ম

এই সমস্যা সমাধান করার জন্যই এবার বাজারে ‘ভার্চুয়াল এটিএম’ (Virtual ATM) নিয়ে এল চণ্ডীগড়ের একটি ফিনটেক সংস্থা। তারা জানিয়েছেন, গ্রাহকের সঙ্গে মোবাইল ফোন থাকলেই দোকান থেকে তোলা যাবে টাকা! সেক্ষেত্রে শুধু দরকার হবে ওটিপি। এখন প্রশ্ন হল, দোকান থেকে টাকা তুলতে গেলে কী করতে হবে গ্রাহকদের?

টাকা তোলার পদ্ধতি

চণ্ডীগড়ের যে সংস্থা ‘ভার্চুয়াল এটিএম’ লঞ্চ করেছেন তার নাম পেমার্ট ইন্ডিয়া। ডেবিট এবং ক্রেডিট কার্ড ছাড়া এবং হার্ডওয়্যার বিহীন এই ব্যবস্থায় সম্পূর্ণ ভার্চুয়ালি ক্যাশ তোলা যায়। সংশ্লিষ্ট সংস্থার সিইও অমিত নারাং এই ব্যবস্থার নাম দিয়েছেন ‘ভার্চুয়াল এটিএম’। এই ব্যবস্থার মাধ্যমে টাকা তুলতে গেলে শুধু দরকার হবে একটি স্মার্টফোনের এবং সেই ফোনের মধ্যে থাকতে হবে ইন্টারনেট সংযোগ ও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ।

যদি কোনও ব্যক্তি ভার্চুয়াল এটিএমের মাধ্যমে টাকা তুলতে চান, তাহলে তাঁকে নিজের ফোনে থাকা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে টাকা তোলার আবেদন পাঠাতে হবে। সেই সঙ্গে ফোনে আসবে একটি ওটিপি। সেই ওটিপি গিয়ে পেমার্ট ইন্ডিয়া সংস্থার তালিকাভুক্ত দোকানে গিয়ে দেখালেই সঙ্গে সঙ্গে নগদ পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ রেশনে চাল কেনার জন্য এবার টাকা দেবে সরকার! নয়া সিদ্ধান্তে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

সর্বোচ্চ কত টাকা তোলা যাবে?

‘ভার্চুয়াল এটিএম’র মাধ্যমে ১০০ টাকা থেকে সর্বাধিক ২০০০ টাকা অবধি তুলতে পারবেন গ্রাহকরা। এক মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যায়। পেমার্ট ইন্ডিয়ার দাবি, গত ৬ মাস ধরে আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) গ্রাহকদের এই পরিষেবা দিচ্ছেন তাঁরা। এছাড়া জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক এবং করুর বৈশ্য ব্যাঙ্কের সঙ্গে চুক্তি আছে তাঁদের। এই মুহূর্তে চণ্ডীগড়ের পাশাপাশি দিল্লি, চেন্নায়, হায়দ্রাবাদ, মুম্বইয়ের বেশ কিছু জায়গায় এই ‘ভার্চুয়াল এটিএম’ পরিষেবা আছে। শহর কলকাতায় এখনও অবধি এই পরিষেবা শুরু হয়নি।

Leave a Comment