ছবি পাল্টানো থেকে তথ্য সংশোধন, এখন বাড়ি বসেই করুন ভোটার কার্ড কারেকশন! দেখুন পদ্ধতি

প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি গুরুত্বপূর্ণ নথি হল ভোটার কার্ড (Voter Card)। শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রেই নয়, এটি ব্যক্তির পরিচয়পত্র হিসেবেও কাজ করে। তবে অনেক সময় দেখা যায়, ভোটার কার্ডের নামের বানান কিংবা অন্য কোনও তথ্য ভুল আছে। সেক্ষেত্রে সংশোধনের (Voter Card Correction) প্রয়োজন পড়ে। এখন অবশ্য বাড়ি বসেই করে নেওয়া যায় সেই কাজ।

নামের বানান থেকে শুরু করে ছবি পাল্টানো হয়ে ঠিকানা পরিবর্তন, এখন সব কাজই অনলাইনে হয়ে যায়। বাড়ি বসে কয়েক মিনিটে আপনি করে ফেলতে পারবেন সেই কারেকশন (Voter Card Correction)। কীভাবে? সেই পদ্ধতি জানার জন্য এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

ভোটার কার্ডের ছবি বদলাবেন কিভাবে? Voter Card Image Change

ভোটার কার্ডের তথ্য সংশোধন (Voter Card Correction Online Process)

ভোটার কার্ডে নামের বানান, ঠিকানা হোক কিংবা ছবি বদল করা, সবকিছুই এখন বাড়ি বসে আপনি করে ফেলতে পারবেন। কীভাবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. হোমপেজ খোলার পর ভোটার সার্ভিস লেখা ট্যাবে ক্লিক করুন।
  3. কারেকশন লেখায় ক্লিক করে নিজের ভোটার কার্ডের নম্বর টাইপ করুন।
  4. যদি ভোটার কার্ড না পাওয়া গিয়ে থাকে তাহলে ‘My Voter ID Number is not available’ লেখায় ক্লিক করুন।
  5. ভোটার কার্ডে কী পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।
  6. এরপর সাবমিট করে দিন।

আরও পড়ুনঃ স্বস্তির হাসি হাসবে দেশবাসী! নতুন প্রকল্পে ৩৬০০০ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আবেদন সফল হয়েছে কিনা তা অ্যাপ্লিকেশন ট্র্যাক অপশনে ক্লিক করে আপনি নিতে পারবেন।

ভোটার কার্ডের ছবি বদলের পদ্ধতি (Voter Card Image Changing Process)

বয়সের সঙ্গে মানুষের চেহারাতেও বদল আসে। বহু বছর আগে তোলা ভোটার কার্ডের ছবি (Voter Card Image Change) দেখে অনেকে এখন নিজেকে চিনতে পারেন না। এখন সেই ছবিও আপনি বাড়ি বসেই বদলে ফেলতে পারবেন। নিম্নে সেই পদ্ধতি তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. হোমপেজ খোলার পর ভোটার সার্ভিস লেখা ট্যাবে ক্লিক করুন।
  3. কারেকশন লেখায় ক্লিক করে নিজের ভোটার কার্ডের নম্বর টাইপ করুন।
  4. যদি ভোটার কার্ড না পাওয়া গিয়ে থাকে তাহলে ‘My Voter ID Number is not available’ লেখায় ক্লিক করুন।
  5. পরবর্তী অংশে ফটোগ্রাফ অপশনে ক্লিক করুন।
  6. সেখানে নিজের সাম্প্রতিক ছবি আপলোড করে সাবমিট করে দিলেই আপনার ছবি আপডেট হয়ে যাবে।

আরও পড়ুনঃ হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! PNB-র লোভনীয় ফিক্সড ডিপোজিট স্কিমে বড়লোক হবে সবাই

এক্ষেত্রেও আবেদন সফল কিনা তা অ্যাপ্লিকেশন ট্র্যাক অপশনে ক্লিক করে আপনি নিতে পারবেন। সাধারণত ছবি আপডেট হতে ১৫-৩০ দিন মতো সময় লাগে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট 

Leave a Comment