বিয়ের দিন ঝড়-বৃষ্টি? ফেরত পাবেন পুরো খরচ! বর-কনে পক্ষের জন্য চলে এল দুর্দান্ত পলিসি

পৌষ সংক্রান্তি পেরিয়ে সবে পড়েছে মাঘ মাস। আবারো চারিদিকে বাজবে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা (Wedding) পড়ে নতুন সংসার পাতবেন বহু জুটি। প্রত্যেকেরই নিজের বিয়ে নিয়ে নানান স্বপ্ন থাকে। বিয়ের দিনটা যাতে সবকিছু সুষ্ঠুভাবে হয় তা আশা করেন বর-কনে দু’পক্ষই।

তবে অনেকসময় বিয়ের (Wedding) দিন নানান বিপর্যয় ঘটতেও দেখা যায়। কখনও ঝড়-বৃষ্টির দাপটে তছনছ হয়ে যায় মণ্ডপ, কখনও আবার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। এমন নজির প্রচুর আছে। সেই কারণে বিয়ের আগে অবশ্যই বিমা (Wedding Insurance) করে নেওয়া উচিত। এই পলিসির কী কী সুবিধা আছে? সেই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদন শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

বিবাহ বিমা : Wedding insurance

বিবাহ বিমা কী? (What Is Wedding Insurance)

বিবাহ বিমার (Wedding Insurance) বিষয়ে এখনও বহু মানুষ জানেন না। এটি এক ধরণের ইভেন্ট পলিসি। যার দ্বারা বিয়ের অনুষ্ঠান যদি বাতিল হয়ে যায় তাহলে গ্রাহক আর্থিক সুরক্ষা পান। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভবিষ্যৎ বিবাহ সুরক্ষা নীতি নামের একটি বিবাহ বিমার কথা বলা যায়। এতে দুই ধরণের কভারেজ আছে। বিয়ের অনুষ্ঠান বাতিল হলে এবং বিয়ের দিন (Wedding Day) কোনও দুর্ঘটনা ঘটলে- দুই ক্ষেত্রেই বিমার টাকা পান গ্রাহকরা।

আরও পড়ুনঃ চাইলেও বিয়ে করা যাবে না! নতুন বছরে নির্দেশিকা জারি হতেই মাথায় হাত পাত্র-পাত্রীদের

বর্তমানে সময়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মূলত ইভেন্ট কোম্পানিগুলির কাঁধে তুলে দেওয়া হয়। বিয়ে বাড়ি সাজানো থেকে শুরু করে খাবারদাবারের আয়োজন করা- সবকিছুই তারা করেন। তবে সব তোরজোড় হয়ে যাওয়ার পর যদি কোনও কারণবশত বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট কোম্পানিগুলির থেকে টাকা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্যই ইনস্যুরেন্স কোম্পানিগুলির (Insurance Company) তরফ থেকে বিবাহ বিমা (Wedding Insurance) নিয়ে আসা হয়েছে।

কোথায় কোথায় বিবাহ বিমার কভারেজ পাওয়া যাবে? (Wedding Insurance Coverage)

কোন কোন পরিস্থিতিতে বিবাহ বিমার কভারেজ পাওয়া যাবে তা চলুন দেখে নেওয়া যাক।

  1. ভবিষ্যৎ বিবাহ সুরক্ষা নীতিতে যেমন একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল হলে বিমার কভারেজ পাওয়ার কথা বলা হয়েছে। সেই তালিকায় অমরশুমি বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড়, বজ্রপাত, সুনামি, মরুঝড় রয়েছে। এছাড়া বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পের জন্য যদি বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে তাহলেও সেই বিমার আওতায় কভারেজ পাবেন গ্রাহকরা।
  2. প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কার্ফু, অগ্নিকাণ্ড কিংবা দাঙ্গার মতো পরিস্থিতির জন্যে যদি বিবাহ অনুষ্ঠান বাতিল হয়ে থাকে সেক্ষেত্রেও কভারেজ পাওয়া যায়।
  3. অনেক সময় আবার বিয়ের মুখে বর কিংবা কনের পরিবারের কোনও সদস্য প্রয়াত হলে বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়। সেখানেও বিমার সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া বিয়ে যদি স্থগিত হয় তাহলে কভারেজ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ গ্যাসের বায়োমেট্রিক থেকে আধার, সমস্যায় পড়ার আগে অবশ্যই জানুন এই ৭টি নতুন নিয়ম

প্রসঙ্গত, কয়েকটি ক্ষেত্রে আবার বিবাহ বিমার সুবিধা পাবেন না গ্রাহকরা। যেমন- হবু বর-কনের মধ্যে কিংবা তাঁদের পরিবারের মধ্যে মতবিরোধের কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল হলে এই বিমার কভারেজ পাওয়া যাবে না। এছাড়া যদি কোনও আইনি জটিলতা থাকে তাহলেও বিবাহ বিমার আওতায় টাকা পাবেন না গ্রাহকরা।

Leave a Comment