নববর্ষের বড় উপহার দিল রাজ্য সরকার, ট্যাক্স মুকুব করতেই আনন্দে আত্মহারা রাজ্যবাসী!

আপনি কি পশ্চিমঙ্গে (West Bengal) থাকেন? আপনার কি নিজের গাড়ি (Car) আছে? তাহলে আপনার জন্য রইল দারুণ একটি সুখবর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা শেষে শুরু হবে নতুন বছর। ২০২৪ সালকে স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছে রাজ্যবাসী। আর এই উৎসবের আবহেই এসে গেল একটি বিরাট সুখবর।

বাংলার জনগণের ট্যাক্সের টাকা মকুব! (Tax Benifit to People of West Bengal)

সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের সকল গাড়ি মালিকদের একটি সুখবর দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দু’মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সকল ধরণের নিবন্ধিত গাড়ির জন্য ১০০ শতাংশ বকেয়া কর মকুব করে দেওয়া হবে। রাজ্য সরকারের (Government Of West Bengal) আশা, এই ঘোষণার ফলে সকল ধরণের গাড়ির মালিকরা উৎসাহিত হবেন।

Mamata Banerjee Announcement

যাঁদের বাণিজ্যিক বাণিজ্যিক গাড়ি রয়েছে এবং যাঁদের ব্যক্তিগত গাড়ি রয়েছে- উভয়েই বকেয়া কর দেওয়ায় উৎসাহিত হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ হাতে আর মাত্র ১ দিন, এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেছেন, আগামী জানুয়ারি মাসে রাজ্যের সাড়ে ১২ লাখ যানবাহনকে সরকারের তরফ থেকে একটি বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। গাড়ির মালিকদের ২ মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তাঁরা যদি আসল করের যেটুকু অংশ বাকি আছে, তা দিয়ে দেন তাহলে করের ওপর জরিমানা হয়েছে সেটা ১০০% ছাড় পাবে।

কেনএই টাকা মকুবের সিদ্ধান্ত?

এই প্রসঙ্গে পরিবহণ দফতরের একজন আধিকারিক মারফৎ জানা গিয়েছে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লক্ষাধিক যানবাহন মালিকের উপকার হবে। স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমের কাছে বলেন, পশ্চিমবঙ্গে দেড় কোটিরও বেশি যানবাহন রয়েছে। এগুলি রোজ চলে। এর মধ্যে বেশিরভাগ যানবাহন কর দেয়। পারমিট রিনিউ করে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এমনও বেশ কিছু যানবাহন আছে যেগুলি ঠিক সময়ে কর দেয় না অথবা দিতে পারে না। গাড়ির ফিটনেস চেক করায় না। বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে অনেকে পারমিট পুনর্নবীকরণ করান না। তাই স্বাভাবিকভাবেই কর যদি বকেয়া থাকে তাহলে তার ওপর নির্দিষ্ট হারে জরিমানা জমতে থাকে। এহেন পরিস্থিতিতে গাড়ির মালিকদের বকেয়া কর দেওয়ায় উৎসাহ প্রদান করতে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

1 thought on “নববর্ষের বড় উপহার দিল রাজ্য সরকার, ট্যাক্স মুকুব করতেই আনন্দে আত্মহারা রাজ্যবাসী!”

Leave a Comment