উল্টো ATM পিন টিপলে সত্যি ছুটে আসে পুলিশ? আসল ঘটনা জানলে চমকে উঠবেন আপনিও

এটিএম কার্ড (ATM Card) ছাড়া এখন রাস্তাঘাটে বেরনোর কথা যেন ভাবাই যায় না। যদি সঙ্গে এটিএম কার্ড থাকে তাহলে টাকা না থাকলেও চিন্তা করতে হয় না। কারণ এখন কিছুটা পথ গেলেই একটা করে এটিএম (ATM) থাকে, সেখান থেকে সহজেই দরকার মতো টাকা তুলে নেওয়া যায়। সেই জন্য এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খোলার সঙ্গে সঙ্গেই এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন বেশিরভাগ মানুষ।

তবে এই এটিএম (ATM) ব্যবহার করে এখন জালিয়াতির সংখ্যাও প্রচুর বৃদ্ধি পেয়েছে। সেই জন্য এটিএমের পিন (ATM Pin) কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করা হয়। কারণ এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই পিনটাই আসল। এই পিন নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানান রকম দাবি এবং আলোচনা হতেও দেখা যায়।

ATM Money withdraw process

What happens after ATM Pin Pressed in Reverse

সম্প্রতি যেমন সমাজমাধ্যমে এটিএম পিন (ATM Pin) সংক্রান্ত একটি তথ্য ভীষণ আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে দাবি করা হয়েছে, কোনও ব্যক্তি যদি আপনার এটিএম থেকে বলপূর্বক টাকা তোলে, তাহলে আপনাকে এটিএম মেশিনে (ATM Pin) উল্টো অর্থাৎ রিভার্স পিন (Reverse Pin) টাইপ করতে হবে। যদি এমনটা করা হয় তাহলে স্থানীয় পুলিশ স্টেশনের কাছে সতর্কবার্তা চলে যায়।

আরও পড়ুনঃ FD-তে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

শুধু তাই নিয়, রিভার্স পিন টাইপ করার পর এটিএম মেশিন (ATM Machine) থেকে টাকা বেরোলেও তা নাকি মেশিনেই আটকে যায়! এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা-আলোচনা হলেও এই দাবি কতখানি সত্যি? এই প্রশ্নও জেগেছে অনেকে মনে। ভাইরাল (Viral) এই পোস্টে দাবি করা হয়েছে, উল্টো পিন (ATM Pin) টাইপ করার পর এটিএম লক হয়ে যাবে এবং পুলিশের কাছে সর্তকবার্তা চলে যাবে। এরপর আপনার সাহায্যার্থে পুলিশ চলে আসবে।

এটিএমে উল্টো পিন লিখলে আসলে কী হয়?

এই তথ্য ভারতের পাশাপাশি আমেরিকার মতো দেশেও শেয়ার করা হয়েছে। AP ফ্যাক্ট চেক এই দাবি চেক করে জানিয়েছে, এই ধরণের কথা একেবারে মিথ্যে। এটিএমে উল্টো পিন টাইপ করলে যা যা হবে বলা হয়েছে সেগুলির একটাও হবে না। রিপোর্টে দাবি করা হয়েছে, কোনও এটিএমে এই ধরণের ফিচার নেই।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের কড়া নজরে OYO রুম! সঙ্গী নিয়ে গিয়ে বিপদে পড়ার আগে জেনে নিন বিশদে

১৯৯০ নাগাদ আমেরিকায় এমন একটি সিস্টেম শুরু করার চেষ্টা করা হয়েছিল, তবে তা সফল হয়নি। তাই এহেন কোনও দাবিতে বিশ্বাস না করার কথা বলা হয়েছে। পাশাপাশি এটিএম ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, এটিএমে উল্টো পিন টাইপ করতে গিয়ে আপনি মুশকিলেও পড়তে পারেন। এভাবে উল্টো পিন লিখলে আদতে কিছুই হবে না, বরং বারবার ভুল পিন টাইপ করার ফলে আপনার এটিএম কার্ড লক হয়ে যেতে পারে।

Leave a Comment