ফোন কলের মতো WhatsApp Call-ও করুন কল রেকর্ডিং! ঝটপট দেখে নিন সহজ পদ্ধতি

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। প্রায় প্রত্যেক স্মার্ট ফোন ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ রয়েছে। এখনকার দিনে শুধু গল্প করাই নয়, হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে অনেক অফিসের কাজও হয়ে থাকে। এই অ্যাপ (App) ব্যবহারের একাধিক সুবিধাও রয়েছে। একটা সময় এর মাধ্যমে শুধু মেসেজ করা যেত, তবে বর্তমানে ভয়েস কল (Voice Call), ভিডিও কল থেকে শুরু করে চ্যানেল- একাধিক ফিচার যোগ হয়েছে এই অ্যাপে।

তবে হোয়্যাটসঅ্যাপের একাধিক সুবিধা থাকলেও মাঝেমধ্যেই অনেককে একটি ফিচার না থাকা নিয়ে আক্ষেপ করতে শোনা যায়, তা হল হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং (WhatsApp Call Recording)। তবে আর আক্ষেপ করতে হবে না! কারণ এখন হোয়্যাটসঅ্যাপের কলও আপনি রেকর্ড করতে পারবেন! কীভাবে? তা জানার জন্য এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

হোয়াটস্যাপ কল কিভাবে রেকর্ড করবেন? How to Record Whatsapp Calls

হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং (WhatsApp Call Recording)

এতদূর পড়ার পর আপনি হয়তো ভাবছেন হোয়্যাটসঅ্যাপে (WhatsApp) এই ফিচার যুক্ত হয়েছে। তবে এমনটা কন্তু নয়। বরং এই কাজের জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি কল রেকর্ডিং অ্যাপ (Call Recording App) ডাউনলোড করে নিতে হবে। ধরা যাক, কেউ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য Cube ACR অ্যাপ ডাউনলোড করেছেন। এটি একটি কল রেকর্ডিং অ্যাপ। এর দ্বারা খুব সহজেই হোয়্যাটসঅ্যাপের ভয়েস কল রেকর্ড করা যায়।

আরও পড়ুনঃ হাতের মুঠোয় সমস্ত সরকারি পরিষেবা! এই ৫ অ্যাপ ফোনে থাকলেই সমস্ত চিন্তার থেকে মুক্তি

কীভাবে রেকর্ড করতে হয়? (How to Record WhatsApp Calls)

ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে হোয়্যাটসঅ্যাপে যেতে হবে এবং এই অ্যাপের দ্বারা কাউকে ভয়েস কল করতে হবে। যে মুহূর্তে আপনি ভয়েস কল করবেন, সেই মুহূর্ত থেকে সংশ্লিষ্ট অ্যাপ তা রেকর্ড করা শুরু করা দেবে। এই রেকর্ডিং ফাইল আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে যাবে।

আরও পড়ুনঃ আর বেকার থাকবে না কেউ! ‘চাকরি মেলা’ শুরু করল রাজ্য সরকার, এখুনি করুন আবেদন

হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং কোথায় সেভ হবে? (Where Whatsapp Calls will be Saved?)

কল রেকর্ড তো হয়ে গেল, এবার তা কীভাবে শুনতে হবে সেটাও জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং শুনতে হলে আপনাকে Cube ACR অ্যাপে যেতে হবে। সেখানে গেলেই আপনি কল রেকর্ডিংগুলি দেখতে পাবেন। তবে শুধু অ্যান্ড্রয়েড নয়, এই অ্যাপের সুবিধা আইফোনেও পাওয়া যাবে। তবে আপনার মনে রাখা উচিত, ফোনের ওপারে থাকা ব্যক্তির অনুমতি না নিয়ে কল রেকর্ডিং করা কিন্তু বেআইনি। তাই কারোর পরামর্শ ছাড়া কল রেকর্ড করা কখনও উচিত নয়।

Leave a Comment