ইন্টারনেট ছাড়াই জানুন কোথায় আছে আপনার ট্রেন! কীভাবে? ২ মিনিটে দেখুন সম্পূর্ণ পদ্ধতি

বর্তমান সময়ে দাঁড়িয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম হল ট্রেন। অল্প সময়ে, স্বল্প খরচে যাতায়াত করার জন্য ট্রেনের চেয়ে ভালো বিকল্প খুব কমই আছে। কাজকর্ম থেকে শুরু করে ঘুরতে যাওয়া, সবকিছুতেই অনেক মানুষের প্রথম পছন্দ ট্রেন। আর যে সকল ব্যক্তি নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের কাছে Where Is My Train মোবাইল অ্যাপটি বেশ জনপ্রিয়।

লোকাল ট্রেনে (Local Train) যাতায়াতকারী কমবেশি প্রত্যেক মানুষই Where Is My Train অ্যাপটি ব্যবহার করেন। এর মাধ্যমে খুব কম সময়েই যাত্রীরা জানতে পারেন তাঁদের ট্রেনটি কোথায় আছে। তবে এর জন্য দরকার হয় ইন্টারনেট (Internet) পরিষেবার। যাঁদের ফোনে ইন্টারনেট নেই, তাঁরা কিন্তু এতদিন নিজেদের ট্রেনের (Train) লোকেশন জানতে পারতেন না! তবে এবার ট্রেনের অবস্থান জানতে আর দরকার হবে না ইন্টারনেটের!

লোকাল ট্রেনের লোকেশন ট্র্যাক করুন, Track Local train location with Where Is My Train

ইন্টারনেট ছাড়াই জানুন ট্রেনের লোকেশন! (Where Is My Train App New Update)

এতদিন পর্যন্ত Where Is My Train– অ্যাপের মাধ্যমে নিজের ট্রেনের লোকেশন (Train Location) জানতে গেলে ব্যবহারকারীর ফোনে ইন্টারনেট কানেকশন থাকতেই হতো। তবে এবার থেকে ইন্টারনেট ছাড়াও আপনি জানতে পারবেন নিজের ট্রেনের (Train) অবস্থান। কীভাবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আরও পড়ুনঃ

ইন্টারনেট ছাড়া ট্রেনের লোকেশন জানার পদ্ধতি (How to Know Train Location without Internet)

বর্তমানে Where Is My Train মোবাইল অ্যাপে তিনটি মোড এসেছে। এই তিন মোডের নাম হল, ১) ইন্টারনেট, ২) সেল টাওয়ার এবং ৩) জিপিএস। এর মাধ্যমে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, তাহলে আপনি নিজের ট্রেনের লোকেশন জানতে পারবেন।

ইন্টারনেট মোড (Internet Mode) : এই মোড যদি অন থাকে তাহলে আপনি যে কোনও জায়গা থেকে নিজের ট্রেনের লোকেশন জানতে পারবেন। শুধু তাই নয়, আপনার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটিও জানতে পারবেন।

আরও পড়ুনঃ মার্চেই শুরু Tata IPL, KKR ম্যাচের টিকিট কাটবেন কিভাবে? দেখুন দাম সহ অনলাইনে বুকিংয়ের পদ্ধতি

সেল টাওয়ার (Cell Tower) : এই মোড যদি অন থাকে, তাহলে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহারকারী জানতে পারবেন তাঁর ট্রেন কোথায় রয়েছে।

জিপিএস মোড (GPS Mode) : যদি জিপিএস মোড অন থাকে তাহলে ইন্টারনেট ছাড়া ট্রেনের লোকেশন জানার পাশাপাশি ট্রেনটি কত গতিবেগে ছুটছে সেটাও জানা যাবে।

সব মিলিয়ে, Where Is My Train অ্যাপে নতুন তিন মোড আসায় যাত্রীদের যে অনেকখানি সুবিধা হবে তা বেশ বোঝাই যাচ্ছে। ইন্টারনেট থাকুক বা না থাকুক যাত্রীরা এবার সহজেই নিজেদের ট্রেনের অবস্থান জানতে পারবেন।

Leave a Comment