অম্বানি বা আদানি নয়, কার কাছে আছে ভারতের সবথেকে বেশি জমি? নামটা জানলে বিশ্বাসই হবে না

যত দিন যাচ্ছে ভারতে জমির (Land in India) দামও চড় চড় করে বাড়ছে। কলকাতা, মুম্বই হোক বা চেন্নাই- মেট্রো সিটিগুলিতে আর খুব বেশি ফাঁকা জমি (Land) নেই। বিশ্ব ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬ বছর তথা ২০৩০ সালের মধ্যে এদেশের নাগরিকদের আবাসন চাহিদা মেটানোর জন্য আরও অতিরিক্ত ৪০-৮০ লাখ হেক্টর জমির প্রয়োজন হবে।

এহেন অবস্থায় আগামী দিনগুলিতে যে আরও বেশি জমির দাম (Land Price) বাড়বে তা একপ্রকার পরিষ্কার। সেই সঙ্গেই মাথায় উঁকি দিতে পারে একটি প্রশ্ন, যে দেশে ফাঁকা জমির পরিমাণ আস্তে আস্তে কমছে, সেদেশে সবচেয়ে বেশি জমির মালিকানা (Iand Owner in India) কার কাছে আছে? দ্বিতীয় এবং তৃতীয় স্থানেই বা কাদের নাম আছে? সেই উত্তর জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

দেশের সবচেয়ে বেশি জমির মালিক কে? Who Owns Most Land in India

ভারতে সবচেয়ে বেশি জমির মালিক কে? (Biggest Land Owner in India)

ভারতে সবচেয়ে বেশি জমির মালিকের (Biggest Land Owner) তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে ওয়াকফ বোর্ডের (Waqf Board)। ১৯৫৪ সালে ওয়াকফ আইনের আওতায় গঠিত হওয়া এই বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সারা দেশে যে অসংখ্য মসজিদ, কবরস্থান, মাদ্রাসা রয়েছে সেগুলি পরিচালনা করে ওয়াকফ বোর্ড এবং সেই জমিগুলির মালিকও তারা। মিডিয়ামে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কম করে ৬ লাখের বেশি স্থাবর সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের। মুসলিম শাসনকালে অধিকাংশ ওয়াকফ জমি ও সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! কেন্দ্রীয় হারেই DA পাবে রাজ্য সরকারের কর্মীরা, এই দিন থেকে হবে চালু

দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার (Catholic Church of India) নাম। গোটা ভারতে প্রচুর গির্জা, স্কুল, সোসাইটি, ট্রাস্ট, দাতব্য সংস্থা পরিচালনা করে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া। ১৯৭২ সালে ইন্ডিয়ান চার্চ অ্যাক্টের পর তারা অনেক জমি অধিগ্রহণ করেছিল। একসময় ব্রিটিশরা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।

Catholic Churches Owns Most Land in India

এখন প্রশ্ন আসতেই পারে, ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার জমির দাম কত? মিডিয়ামের মতে, ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া গোটা দেশে ১৪৪২৯টি বিদ্যালয় ও কলেজ, ১৮২৬টি হাসপাতাল ও ডিসপেনসারি, ১০৮৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা করে। অনুমান করা হয়, এই মুহূর্তে তাদের অধীনে থাকা মোট জমির দাম ১ লক্ষ কোটি টাকারও বেশি।

সবচেয়ে বেশি জমির মালিকের অধীনে কত জমি আছে?

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কাদের নাম আছে তা তো জানা হয়ে গেল। এখন প্রশ্ন হল ভারতে সবচেয়ে বেশি জমি কার অধীনে আছে? উত্তরটা হল ভারত সরকার (Government of India)। গভর্নমেন্ট অফ ল্যান্ড ইনফরমেশন সিস্টেম পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ফেব্রুয়ারি মাস অবধি ভারত সরকারের অধীনে প্রায় ১৫,৫৩১ বর্গ কিলোমিটার জমি আছে। সেই জমি ৫১টি মন্ত্রণালয় ও ১১৬টি পাবলিক সেক্টরের অধীন। শুনলে হয়তো অবাক হবেন, সিঙ্গাপুর, বাহরিন সহ বিশ্বে অন্তত এমন ৫০টি দেশ আছে যা কিনা ভারত সরকারের মালিকানাধীন জমির থেকে আয়তনে ছোট।

আরও পড়ুনঃ অম্বানির জামানা শেষ! দেশের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কত জানেন?

এখন যদি জিজ্ঞেস করা হয়, ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে সবচেয়ে বেশি জমি আছে? তাহলে উত্তর হল রেল মন্ত্রক। গোটা দেশে ভারতীয় রেলের প্রায় ২৯২৬.৬ বর্গ কিলোমিটার জমি আছে। এরপরে নাম আছে প্রতিরক্ষা মন্ত্রকের। তারপর কয়লা মন্ত্রক (২৫৮০.৯২ বর্গ কিলোমিটার)। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বিদ্যুৎ মন্ত্রণালয় (১৮০৬.৬৯ বর্গ কিলোমিটার) এবং ভারী শিল্প (১২০৯.৪৯ বর্গ কিলোমিটার)।

Leave a Comment