আধার কার্ড থাকলেই নামমাত্র সুদে পাবেন ব্যাঙ্ক লোন! দেখে নিন বাড়ি বসেই আবেদনের পদ্ধতি

ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সব সরকারি কাজেই এটি লাগে। তবে আপনি কি জানেন, এই আধার কার্ডের মাধ্যমে আপনি সহজে এবং কম সুদে ব্যাঙ্ক লোনও (Bank Loan) পেতে পারেন। কীভাবে আবেদন করতে হবে? সেই বিষয়ে বিশদে তুলে ধরা হল এই প্রতিবেদনে। আপনিও যদি আঁধার কার্ডের দ্বারা লোন নিতে চান তাহলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ার অনুরোধ রইল।

আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লোন (Bank Loan Using Aadhaar Card)

এদেশে এমন বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যারা UIDAI আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে ব্যক্তিগত লোন দেয়। সেই ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), কোটাক মহিন্দ্রা (Kotak Mahindra Bank) প্রভৃতি। আধার কার্ডের মাধ্যমে খুব সহজেই আপনি এই ব্যাঙ্কগুলি থেকে ব্যক্তিগত ঋণ (Personal Loan) নিতে পারেন।

আঁধার কার্ড দিয়ে লোন, How to get Loan with Aadhar Card

আবেদনের যোগ্যতা (Aadhar Card Loan Eligibility)

আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লোন নেওয়ায় বেশ কিছু যোগ্যতামান রয়েছে। চলুন তা দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী আধার কার্ড এবং প্যান কার্ড থাকতেই হবে।
  2. আবেদনকারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে।
  3. কোনও ব্যাঙ্কে বকেয়া ঋণ থাকলে চলবে না।
  4. ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি হতে হবে।

আরও পড়ুনঃ রেলের সাথে ব্যবসা করে মালামাল হতে চান? ৮০,০০০ পর্যন্ত আয় করতে চাইলে আজই আবেদন করুন

আবেদনের পদ্ধতি (How to Apply for Aadhar Loan)

আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লোনের জন্য কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে উপরে উল্লিখিত যে কোনও ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে যেতে হবে।
  2. নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
  3. এরপর হোম পেজে গিয়ে ‘পার্সোনাল লোন’ অপশনে ক্লিক করতে হবে।
  4. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  5. এরপর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ ভুলে যান ইলেকট্রিক বিলের খরচ! ১ টাকা ইউনিট বিদ্যুৎ দেবে পতঞ্জলি সোলার প্যানেল

আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড এবং সিভিল স্কোর সহ অন্যান্য যোগ্যতা যাচাই করে দেখা হবে। যদি আপনার আবেদন গ্রাহ্য হয় তাহলে ব্যাঙ্কের তরফ থেকে আপনার মোবাইল নম্বরে কিংবা ইমেল আইডিতে বার্তা পাঠানো হবে। এরপর ব্যাঙ্কে গিয়ে কথাবার্তা বলে আপনি সহজেই ঋণ নিয়ে নিতে পারবেন।

Leave a Comment