৫ বছর টাকা রেখে পাবেন ২১ লাখ রিটার্ন! এই স্কিমে বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

বিনিয়োগ করার সময় প্রত্যেকেই দেখেন কোন স্কিমে (Investment Scheme) রিটার্ন সবচেয়ে বেশি পাওয়া যাবে। যে প্রকল্পে যত বেশি রিটার্ন, সেই প্রকল্পে বিনিয়োগকারীদের তত বেশি আকর্ষণ। আজকের প্রতিবেদনে এমনই একটি স্কিমের খোঁজ নিয়ে এসেছি আমরা। যেখানে টাকা রাখলে মেয়াদ শেষ মিলবে মোটা টাকা! সেই স্কিমের নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।

সরকার সমর্থিত SCSS প্রকল্প (Senior Citizen Savings Scheme) প্রবীণ নাগরিকদের জন্য একটি দারুণ বিনিয়োগ অপশন। ৬০ অথবা ৫৫ বছরের বেশি বয়সী অবসরপ্রাপ্ত কোনও ব্যক্তি কিংবা স্ব-ইচ্ছায় ও বিশেষ স্বেচ্ছাসেবী পরিকল্পনার অধীনে অবসর গ্রহণ করা কোনও ব্যক্তি বা কোনও ৫০ বছর বয়সী সামরিক কর্মী (বেসামরিক প্রতিরক্ষা কর্মী ছাড়া) এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের সম্বন্ধে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Senior Citizen Savings Scheme

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

সরকার সমর্থিত SCSS প্রকল্পে টাকা বিনিয়োগের একধিক সুবিধা রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে এই স্কিমের (Senior Citizen Savings Scheme) সুদের হার বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক ত্রৈমাসিকে এই প্রকল্পের সুদের হার নির্ধারণ করে সরকার এবং এটি করযোগ্য। এই মুহূর্তে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে হয়ে যান লাখপতি! এই ৩ স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

এই স্কিমের সুবিধা (Senior Citizen Savings Scheme Benefits)

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বেশ কিছু সুবিধা আছে। নূন্যতম ১০০০ টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ সীমা হল ৩০,০০,০০০ টাকা। SCSS প্রকল্পের বিনিয়োগের মেয়াদ হল ৫ বছর। তবে বিনিয়োগকারী চাইলে আরও ৩ বছরের জন্য তা বাড়ানো যায়।

তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ভালো হলেও, প্রত্যেক মাসে ১০০০ টাকা বিনিয়োগ করলে কিন্তু খুব একটা বড় তহবিল হবে না। যদি অন্তত ২১ লাখ টাকার তহবিল গড়ে তুলতে হয় তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে? কত টাকা সুদ পাওয়া যাবে? সেই হিসেব নিম্নে তুলে ধরা হল।

আরও পড়ুনঃ FD-তে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

মেয়াদ শেষে ২১ লাখ রিটার্ন!

আপনি যদি মেয়াদ শেষে ২১ লাখ টাকা রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে এই প্রকল্পে ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। SCSS প্রকল্পের সুদের হার হল ৮.২ শতাংশ এবং মেয়াদ হল ৫ বছর। সেই হিসেবে ১৫ লাখ টাকা বিনিয়োগ করলে প্রত্যেক মাসে সুদ পাওয়া যাবে ১০,২৫০ টাকা। তিন মাস তথা ত্রৈমাসিক হিসেবে সেই অঙ্কটা দাঁড়াবে ৩০,৭৫০ টাকায় এবং এক বছরে তা হবে ১,২৩,০০০ টাকা। এই হিসেবে ৫ বছরে সুদ পাওয়া যাবে ৬,১৫,০০০ টাকা। তাহলে মেয়াদ শেষে আসল এবং সুদ মিলিয়ে মোট ২১,১৫,০০০ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

Leave a Comment