বছরভর থাকে চাহিদা, বাড়ি বসে আয় হবে ৪০,০০০ টাকা! এই ব্যবসা করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

বর্তমানে চাকরির বাজারে যা কম্পিটিশন তা দেখে অনেকেই ব্যবসার (Business Idea) দিকে ঝুঁকছেন। এখন এমন অনেক ব্যবসা আছে যা বাড়ি বসেই করা যায়। শুধু তাই নয়, সেখান থেকে আয় হয় মোটা টাকাও। আজ এমনই একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি আমরা। সেই ব্যবসা হল টমেটো সস এবং কেচাপের (Tomato Ketchup Business)।

গ্রাম হোক বা শহর, টমেটো সসের (Tomato Ketchup) চাহিদা সব জায়গাতেই দেখা যায়। চাউমিন, পিৎজা, বার্গারের মতো খাবারগুলি সস ছাড়া ঠিক যেন জমে না। তাই ভালোভাবে এই ব্যবসা (Tomato Ketchup Business) করলে মোটা টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য কত টাকা দরকার? মাস গেলে কত টাকা আয় হবে? এই বিষয়ে বিশদে তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Tomato ketchup business idea

টমেটো সসের ব্যবসা করে হয়ে যান মালামাল! (Tomato Ketchup Business)

এই ব্যবসা বাড়ি বসে শুরু করা যায়। তথ্য অনুযায়ী, টমেটো সসের ব্যবসা (Tomato Ketchup Business) শুরু করার জন্য ৭.৮২ লাখ টাকা মতো দরকার হয়। এবার আপনার কাছে যদি ২ লাখ টাকা মতো থাকে, তাহলে বাকি টাকা আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Pradhan Mantri Mudra Loan) আওতায় ঋণ নিয়ে নিতে পারেন।

আরও পড়ুনঃ শীত-গীষ্ম-বর্ষা হু হু করে বিক্রি হবে বছরভর, এই ব্যবসা একবার শুরু করলেই লাখপতি হবেন গ্যারেন্টি!

কী কী সরঞ্জাম লাগবে?

টমেটো সসের (Tomato Ketchup) ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু সারসরঞ্জাম লাগবে। যন্ত্রপাতি এবং সরঞ্জাম কিনতে আপনার লাখ দুয়েক টাকা খরচ হবে। এরপর কাঁচামাল হিসেবে টমেটো সহ অন্যান্য উপকরণ কেনা, প্যাকিং, শ্রমিকদের বেতন, টেলিফোন, ভাড়া প্রভৃতি মিলিয়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা মতো ধরে রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, ব্যবসা (Business) করে লাভ আসা অবধি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নিজের কাছে সাড়ে চার লাখ টাকা মতো রেখে দেবেন। এই অর্থ সরকারি ব্যাঙ্ক মারফৎ মুদ্রা যোজনার (Pradhan Mantri Mudra Yojana) আওতায় ঋণ হিসেবে পাওয়া যেতে পারে।

কত টাকা আয় হবে?

প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের রিপোর্ট অনুজাতি, যদি কোনও ব্যক্তি এই ব্যবসায় ৮ লাখ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে তার বাৎসরিক টার্নওভার হতে পারে প্রায় ২০.৮০ লাখ টাকা। অন্যদিকে এক বছরে খরচহতে পারে প্রায় ২৪.২২ লাখ টাকা। অর্থাৎ টমেটো সসের এই ব্যবসা থেকে এক বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা লাভ করা যেতে পারে। মাস হিসেবে তা যদি ভাগ করা হয় তাহলে অঙ্কটা দাঁড়ায় ৪০,০০০ টাকায়।

আরও পড়ুনঃ লোকে ফেলে দিলেও এটা দিয়েই হবে মোটা টাকা আয়! ইউনিক এই ব্যবসা শুরু করলেই লক্ষ্মীলাভ গ্যারেন্টি

সব মিলিয়ে বলা যায়, গ্রাম হোক বা শহর, তেরো হোক বা তিরাশি কমবেশি সব মানুষই টমেটো সস খেতে পছন্দ করেন। আর অফ সিজন ছাড়া সারা বছরই কম দামে টমেটো পাওয়া যায়। তাই কাঁচামালের অভাব হওয়ার সম্ভাবনা নেই। আর এখন ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ- প্রায় সব জায়গায় টমেটো সস লাগে। বছরভর চাহিদার এই ব্যবসা করে তাই আপনি বেশ মোটা টাকা আয় করতে পারবেন।

Leave a Comment