এই স্কলারশিপে ২৫,০০০ টাকা পাবেন পড়ুয়ারা! দেরি না করে আজই করুন আবেদন, দেখুন পদ্ধতি

আপনি কি স্কলারশিপে (Scholarship) আবেদন করার কথা ভাবছেন? উত্তরটা যদি ‘হ্যাঁ’ হয় তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। যে সকল পড়ুয়ারা এখনও অবধি কোনও বৃত্তির জন্য আবেদন করে উঠতে পারেননি, তাঁরা চাইলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। এই বৃত্তির নাম হল হেল্প ওয়ান স্কলারশিপ (HelpOne Scholarship)। গোটা দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে তুলে ধরা হল।

হেল্প ওয়ান স্কলারশিপ ২০২৪ (HelpOne Scholarship 2024)

ইটন ইন্ডিয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হেল্প ওয়ান স্কলারশিপের (HelpOne Scholarship) উদ্ভাবন করা হয়েছে। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে আটকে না যায় সেই কারণে এই বৃত্তির শুরু করা হয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর, সব ক্লাসের ছাত্রছাত্রীরাই এই বৃত্তির (Scholarship) জন্য আবেদন করতে পারেন।

Higher Seconday Students

ক্লাস বৃত্তির পরিমাণ (HelpOne Scholarship Amount)

ক্লাস বৃত্তির পরিমাণ
প্রাথমিক এবং মাধ্যমিক স্তর ২৫,০০০ টাকা
মাধ্যমিকে কমপক্ষে ৩৫%
উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৩৫%
ডিপ্লোমায় কমপক্ষে ৩৫%
২৫,০০০ টাকা
উচ্চমাধ্যমিক পাশের পর কোনও পেশাদার কোর্সে ভর্তি ২৫,০০০ টাকা
প্রথম থেকে দশম শ্রেণিতে পাঠরত পড়ুয়া ২৫,০০০ টাকা
স্নাতক স্তর ২৫,০০০ টাকা
স্নাতকোত্তর স্তর ২৫,০০০ টাকা

আবেদনের যোগ্যতা (HelpOne Scholarship Application Eligibility)

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের যে কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে।
  • বার্ষিক আয় ৫ লাখ টাকা কম হতে হবে।
  • NAAC/AICTE/UGC/Govt স্বীকৃতি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • যে সকল শিক্ষার্থী বাবা/মাকে হারিয়েছে তাঁদের স্কলারশিপের টাকা বাকি শিক্ষার্থীদের থেকে বেশি হবে।

আরও পড়ুনঃ আবেদন করলেই মিলবে ১২০০০ টাকা! মাধ্যমিকের পরেই আবেদন করা যাবে এই ৩ স্কলারশিপে

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for HelpOne Scholarship Application)

  • আবেদনকারীর সাম্প্রতিক ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের প্রমাণ।
  • প্যান কার্ড।
  • স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র।
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রসিদ।
  • আবেদনকারীর কলেজের প্রারম্ভিক পরীক্ষার রেজাল্ট।  

আরও পড়ুনঃ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে PNB, মিলবে ৩০০০০ টাকা! দেরি না করে আজই করুন আবেদন

উপরিউক্ত প্রত্যেকটি নথিপত্র PNG/JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া

হেল্প ওয়ান স্কলারশিপে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ১৫-০২-২০২৪ তারিখ অবধি। বিস্তারিত জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন একবার দেখে নিন।

আবেদনের লিঙ্কঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

উপরে শুধুমাত্র কলেজ পড়ুয়াদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বাকি সকল ক্লাসের জন্যও একইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

Leave a Comment