আবেদন করলেই মিলবে ১২০০০ টাকা! মাধ্যমিকের পরেই আবেদন করা যাবে এই ৩ স্কলারশিপে

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। আগামী ১২ ফেব্রুয়ারি অবধি চলছে। মাধ্যমিক শেষ হতে না হতেই ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দেবে। অনেকে আবেদন করবে নানান স্কলারশিপে (Scholarship)। সেই সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থেই আজকের প্রতিবেদন লেখা হয়েছে।

Sholarships to Apply after Madhyamik Exam

মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করলে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বেশ কিছু স্কলারশিপে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। SVMCM থেকে শুরু করে OASIS, বিকল্প রয়েছে একাধিক। কোন বৃত্তির জন্য আবেদন করতে কত নম্বর লাগবে? সেই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

SVMCM Scholarship Portal

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) বেশ জনপ্রিয়। যে সকল পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষায় ৭৫% নম্বর পেয়ে পাশ করবে তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি কোনও পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৫২৫ নম্বর পায় তাহলে সে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে।

আরও পড়ুনঃ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে PNB, মিলবে ৩০০০০ টাকা! দেরি না করে আজই করুন আবেদন

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna Scholarship/Uttarkanya Scholarship)

নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ আদতে একই। দক্ষিণবঙ্গে এই বৃত্তি নবান্ন স্কলারশিপ নামে জনপ্রিয়, অপরদিকে উত্তরবঙ্গে পরিচিত উত্তরকন্যা স্কলারশিপ নামে। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ৬৫% নম্বর নিয়ে পাশ করবে তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ৭০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪৫৫ নম্বর নিয়ে পাশ করলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে।

ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)

পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি জনপ্রিয় স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ। রাজ্যের SC/ST পড়ুয়াদের জন্য এই বৃত্তি শুরু করা হয়েছে। এই বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে নম্বরের কোনও কাট অফ নেই। তবে আবেদনকারী পড়ুয়ার SC/ST সার্টিফিকেট থাকতে হবে।

OASIS Sscholarship Status Check

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

আবেদনের সময়সীমা

সাধারণত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরনোর এক মাসের মধ্যে এই সকল স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আবেদনের সময়সীমা জানার জন্য নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

কত টাকা দেওয়া হয়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে প্রত্যেক বছর ১২,০০০ টাকা দেওয়া হয়। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে বাৎসরিক ১০,০০০ টাকা এবং ওয়েসিস স্কলারশিপের ক্ষেত্রে বছরে ৯ হাজার টাকা দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপঃ ক্লিক করুন

নবান্ন স্কলারশিপঃ ক্লিক করুন

ওয়েসিস স্কলারশিপঃ ক্লিক করুন

Leave a Comment