শিক্ষার পথে বাধা হবে না অর্থ, পড়ুয়াদের ২ লক্ষ টাকার স্কলারশিপ দিচ্ছে রিল্যায়েন্স ফাউন্ডেশন!

এদেশে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা হয়তো আর্থিক অভাবের কারণে নিজের পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছে। দেশের এমনই দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একাধিক বৃত্তি (Scholarship)। পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংস্থাও। এমনই একটি বৃত্তি হল রিল্যায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)।

রিল্যায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship 2024)

আজ থেকে প্রায় তিন দশক আগে এই বৃত্তির চালু করা হয়েছিল। ১৯৯৬ সাল থেকে রিল্যায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ প্রদান করা শুরু করা হয়। নীতা অম্বানি (Nita Ambani) ঘোষণা করেন, আগামী এক দশক অর্থাৎ ১০ বছরে এদেশের ৫০,০০০ পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি প্রায় ২৩,১৩৬ জন শিক্ষার্থী এই বৃত্তির (Reliance Foundation Scholarship) দ্বারা উপকৃত হয়েছেন। এনাদের মধ্যে ৪৮% পড়ুয়া মহিলা এবং ৩,০০১ জন হলেন প্রতিবন্ধী।

Higher Seconday Students

রিল্যায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে নানান বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি স্বরূপ বার্ষিক ২ লাখ টাকা দেওয়া হয়। জানা গিয়েছে, চলতি বছর গোটা দেশের প্রায় ৫৮,০০০ শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে থেকে ৫,০০০ জনকে নির্বাচন করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছেন তাঁদের নাম লিস্ট আকারে সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা (Reliance Foundation Scholarship Application Eligibility)

  1. আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. স্নাতক স্তরের স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর থাকতে হবে এবং পূর্ণ সময়ের ডিগ্রি কোর্সের পড়ুয়া হতে হবে।
  3. যে সকল পড়ুয়া ৭.৫ CGPA নিয়ে গ্র্যাজুয়েট হয়েছেন এবং এখন পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  4. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লাখ টাকার কম হতে  হবে।
  5. GATE পরীক্ষায় ৫৫০-১০০০ স্কোর পাওয়া শিক্ষার্থীরা স্নাতকোত্তর স্তরের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি (How to Apply for Reliance Foundation Scholarship)

  1. রিল্যায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হলে ইচ্ছুক প্রার্থী প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর ‘অ্যাপ্লাই’ লেখায় ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে।
  5. এরপর নিজের আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে।
  6. জমা দেওয়ার পর একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
  7. রিল্যায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট থেকে একবার ঘুরে আসতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment